Web bengali.cri.cn   
ঢাকা-চট্রগ্রাম তিন সিটি করপোরেশনে নির্বাচন সম্পন্ন
  2015-04-28 18:53:01  cri

ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। সকাল ৮টায় শুরু হয়ে একটানা ভোট গ্রহণ হয় বিকাল ৪টা পর্যন্ত। কিছু বিচ্ছিন্ন গোলোযোগ ও অনিয়ম ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। গোলোযোগের কারণে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

তিন সিটিতে ৪৭ জন মেয়র, ৯২৮ জন কাউন্সিলর ও ২৪৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তবে, ভোট শুরুর কয়েক ঘন্টার মাথায় নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিন সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। ঢাকায় অনিয়মের অভিযোগ এনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। চট্টগ্রামে মঞ্জুর আলমের নির্বাচন বয়কটের ঘোষণা দেন মহানগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।

তবে আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাসির নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে বিজয়ী হবার আশা প্রকাশ করেন। আওয়ামী লীগ নেতারা বলেছেন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বয়কটের পূর্বপরিকল্পিত ঘোষণা দিয়েছে বিএনপি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040