Web bengali.cri.cn   
নেপালের জন্য সবকিছু করবে ভারত : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  2015-04-28 15:33:34  cri
এপ্রিল ২৮ : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহযোগিতায় ভারত সম্ভাব্য সব কিছুই করবে। ইতিমধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

রাজনাথ সিং আরো বলেন, নেপাল আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। আমাদের সংস্কৃতিগত বহু মিল রয়েছে। আমরা তাদের সাহায্যের জন্য সম্ভাব্য সব কিছুই করবো।

সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি জানান, এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আরো বলেন, প্রথম ভূমিকম্পের দিনই নেপালের সাহায্যের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ভারত। একটি প্রতিনিধি দল ইতিমধ্যে নেপালে গেছে। ২৪টি বিমান ও হেলিকপ্টারসহ ২ হাজার উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। আটকে পড়া পর্যটকদের নেপাল থেকে ভারতে আনার জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040