Web bengali.cri.cn   
চীনের সুরকার চেন ওয়েইয়ের সৃষ্ট কয়েকটি নতুন লোকসংগীত
  2015-04-28 15:21:12  cri


বন্ধুরা, সাধারণত লোকসংগীত বললে স্থানীয় গ্রামীণ আবহের গানকেই বুঝায়। কিন্তু আধুনিককালে চীনের কিছু সুরকার লোকসংগীতের ভিত্তিতে অথবা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে অনেক নতুন ধরণের লোকসংগীতের সুর সৃষ্টি করেছেন। সে সুরগুলো প্রাচীন সুরের মতো অতটা ভাবগম্ভীর নয়। তবে সহজে গ্রহণযোগ্য এবং শ্রুতিমধুর। আজ আপনাদের চীনের সুরকার চেন ওয়েইয়ের সৃষ্ট কয়েকটি নতুন লোকসংগীতের সুর শোনাবো। আশা করি আপনাদের পছন্দ হবে।

প্রথমে শুনুন 'মাছ ও পানির গল্প' শিরোনামের অপূর্ব সুরটি।

চেন ওয়েই চীনের মূলভূখণ্ডের একজন নামকরা সংগীত পরিচালক। তাঁর তত্ত্বাবধানে তৈরি লোকসংগীতের সুরের অ্যালবাম খুব জনপ্রিয় হয়েছে সারা চীনে।

চেন ওয়েই ১৯৯৬ সাল থেকে সংগীত জগতে কাজ করছেন। সেই ১৯৯৬ সালে ২৬ বছর বয়সেই তিনি প্রথম গান লেখেন। গানের নাম 'তোমার চোখের জল মুছে ফেলো'। ২০০৭ সালে এ গানটি শেনচেনের শ্রেষ্ঠ দশটি গানের তালিকায় থেকে পুরস্কার অর্জন করে।

বন্ধুরা, এবার শুনুন 'প্রেমের গান শুনতে ভালো, গাইতে কঠিন' নামের চমত্কার সুরটি।

২০০৩ সালে চেন ওয়েই 'পিপো' (批披) নামে নতুন একটি সংগীত ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন। তিনি এই ওয়েবসাইটে নিজের কিছু গান প্রকাশ করেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে সংগীত জগতের বন্ধুদের সঙ্গে মত বিনিময় করেন। তার অনেক নতুন গান এই ওয়েবসাইটের মাধ্যমে জনপ্রিয়তা পায়। তবে অনেকে এ নিয়ে তর্ক-বিতর্কও করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, ওয়েবসাইটে গানগুলো সম্প্রচারের মূল্য কতটুকু আছে? চেন ওয়েই এর উত্তরও দিয়েছেন। তিনি বলেছেন, জনপ্রিয়তা পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড।

বন্ধুরা, এবার শুনুন চেন ওয়েইয়ের আরেকটি চমত্কার সুর 'নারীর মন'।

২০০৭ সালের এপ্রিলে তিনি সংগীতের স্বপ্ন নিয়ে রাজধানী পেইচিংয়ে আসেন। পেইচিংয়ে তার নতুন করে যাত্রা শুরু হয়। তিনি পেইচিং বার্ড পিপল (bird people) শিল্প সম্প্রচার লিমিটেড কোম্পানির ডিস্ক বিভাগের সংগীত পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি অন্যান্য গায়ক-গায়িকাদের জন্য অনেক জনপ্রিয় গান রচনা করেছেন। সংগীত পরিচালনার জগতে অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। অনেক নতুন মানুষের সাথে তার পরিচয় হয়েছে। অনেকের সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন।

এখন শুনুন 'বিদায়ের পর আমাকে আর বিরক্ত করো না' নামের নান্দনিক সুরটি।

একেকটি গান দিয়ে চেন ওয়েই আশেপাশের প্রচুর লোককে মুগ্ধ করেছেন। ২০০৯ সালের এপ্রিলে তিনি আগের কোম্পানি ত্যাগ করেন। প্রতিষ্ঠা করেন নতুন কোম্পানি। এবার একাই আবার নতুন করে যাত্রা শুরু হয় তার। তিনি পেইচিং, কুয়াংচৌ, চিয়াংসু ও হাংচৌসহ নানা অঞ্চলে গিয়ে সংগীত জগতের বন্ধুদের সঙ্গে সাক্ষাত করেন। ২০১০ সালের দ্বিতীয়ার্ধে তাঁর রচিত কিছু ইন্টারনেট গান জনপ্রিয় হয়ে চীনের বাজারের অর্ধেক স্থান দখল করে নেয়।

বন্ধুরা, এবার শুনুন 'সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি' নামের আর একটি সুর।

চেন ওয়েই হাংচৌয়ে একটি সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তাঁর নিজের কোম্পানির কুয়াংচৌয়ের সব বই প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। তিনি আশা করেন, তাঁর প্রচেষ্টা চীনের সংগীত বাজারকে নতুন প্রাণশক্তি যোগাবে।

এখন শুনুন 'সরে যাওয়া' নামের সুকোমল একটি সুর।

চেন ওয়েই অনেক গান লিখেছেন। তার রচিত গানের মাধ্যমে অন্য শিল্পীকে জনপ্রিয় করে দিয়েছেন। তবে তিনি কখনো ভাবেননি, নিজেই মঞ্চে উঠবেন। তিনি পর্দার পিছনের বীর হতে চান। তিনি বলেন, 'সংগীত সৃষ্টির কাজ হচ্ছে দলগত কাজ। অনেক লোক সমন্বিত হয়ে সে কাজ করা দরকার। আমি আশা করি, আমি একজন চমত্কার বাবুর্চির মতো চীনে সংগীতের এক নতুন পৃথিবী খুলতে পারবো।'

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন চেন ওয়েইয়ের আরেকটি কোমল সুর 'পুরনো স্থানের বৃষ্টি'।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040