Web bengali.cri.cn   
নারীকণ্ঠ : 'এগিয়ে চলেছে বাংলাদেশেন নারী'
  2015-04-26 15:25:17  cri

বাংলাদেশের মোট ১৬ কোটি জনসংখ্যার অর্ধেক নারী। একবিংশ শতাব্দির এই প্রান্তে দাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশের নারীরা। শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি, ব্যবসা, অর্থনীতিসহ সব সেক্টরে তাদের সফলতা সমৃদ্ধ করেছে দেশটিকে।

যে দেশের প্রধান মন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, জাতীয় সংসদের স্পীকার নারী, এমন কি বৃহত রাজনৈতিক দলের প্রধানও নারী সে দেশে নারীরা সামনের পথে এগিয়ে যাবেন এটাই স্বাভাবিক।

তবে এ সফলতা কিন্ত একদিনে অর্জিত হয়নি। যুগের পর যুগ অনেক কাঠ-খড় পুড়িয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে বাংলার নারী সমাজকে। আর নারীর এই সফলতাকে কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা। 'নারীকণ্ঠ'এর পক্ষে আমরা আলাপ করেছি তাদের সাথে। এ পর্বে এ বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন বিশিষ্ট নারী নেত্রী ও সাংবাদিক পারভিন সুলতানা ঝুমা।

বর্তমানে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একটি খাত মেকোভার শিল্প। এ খাতকে উন্নত করতে কাজ করছেন এক ঝাঁক নারী উদ্যোক্তা। তাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমে এ খাতটি পরিণত হয়েছে শিল্পে। যে ক'জন নারী এ শিল্পে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম আফরোজা পারভীন। তিনি দেশের খ্যাতনামা বিউটি স্যালুন রেড বিউটি স্যালুনের সিইও। আফরোজা এরই মধ্যে দেশজুড়ে খ্যাতি যুগিয়েছেন মেকোভার শিল্পী হিসেবে। আজকে নারীকণ্ঠের এ পর্বে আমরা কথা বলেছি আফরোজা পারভীনের সাথে। জেনেছি তার সফলতার সাতকাহন।

পাঠকদের জন্য অনুষ্ঠানের চুম্বক অংশ তুলে ধরা হলো। প্রিয় পাঠক, নারীবিষয়ক অনুষ্ঠান 'নারীকণ্ঠ' সম্পের্ক কোনো মতামত থাকলে কিংবা কিছু জানতে চাইলে আমাদের লিখতে পারেন। আমাদের লেখার ঠিকানা : ben@cri.com.cn।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040