Web bengali.cri.cn   
বাংলাদেশ ভূমিকম্পে ২ জনের মৃত্যু, আহত শতাধিক, বিভিন্ন স্থানে ভবনে ফাটল
  2015-04-25 18:20:27  cri

রাজধানী ঢাকাসহ সারাদেশে শনিবার দু'দফা বড়মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে । এতে ২ জনে মৃত্যু হয়েছ, আহত হয়েছে অর্ধশতাধিক। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়েছে, ফাটল দেখা দেয় অনেক ভবনে। আতঙ্কিত লোকজন নেমে আসে রাস্তায়।

দুপুর ১২টা ১১ মিনিটে ১ মিনিটের দিকে ১ মিনিটেরও বেশি সময় ধরে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। নেপালে উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৯। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পে ময়মনসিংহের ধুবাউড়ায় স্কুলভবনের ছাদ ধসে এক ছাত্রের মৃত্যু হয়। পাবনায় আতঙ্কিত হয়ে মারা যান এক স্কুল শিক্ষিকা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে সাভার একটি পোশাক কারখানায় আহত হন অর্ধশতাধিক শ্রমিক। কুমিল্লা ইপিজেড, রাজশাহী, রংপুর নওগাঁসহ বিভিন্ন স্থানে আহত হয়েছেন শতাধিক মানুষ। রাজধানী ঢাকার তেজগাঁওয়ে একটি বহুতল ভবনে ফাটল দেখা দেয়। বঙ্গবাজার, যাত্রাবাড়ী, পুরান ঢাকাসহ বিভিন্নস্থানে হেলে পড়ে বেশ কটি ভবন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040