Web bengali.cri.cn   
৪৫ বছর পর ভারতীয় রাজ্যসভায় একটি বেসরকারি বিল পাস
  2015-04-25 18:15:12  cri

এপ্রিল ২৫: ৪৫ বছর পর ভারতের রাজ্যসভায় একটি বেসরকারি বিল পাস হয়েছে গতকাল (শুক্রবার)। সর্বশেষ রাজ্যসভায় বেসরকারি বিল পাস হয়েছিল ১৯৭০ সালে।এ নিয়েভারতীয় সংসদের ইতিহাসে এমন ঘটনা ঘটল মাত্র ১৫ বার।

শুক্রবার পাস হওয়া বিলটি রূপান্তরকামীদের অধিকার সংক্রান্ত। এ দিন রাজ্যসভায়বিলটি আনেন ডিএমকে সাংসদ তিরুচি শিবা।সাধারণত বেসরকারি বিল নিয়ে আসার পরে সাংসদরা তা প্রত্যাহার করে নেন। এ দিনওএই বিলটি প্রত্যাহার করে নেওয়ার জন্য শিবাকে অনুরোধ করেন কেন্দ্রের একাধিকমন্ত্রী। কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন শিবা। ডিএমকে সাংসদের চাপেবিলটিকে সমর্থন জানায় সরকার পক্ষও। অবশেষে ধ্বনি ভোটে রাজ্যসভায়পাশ হয় বিলটি।

বিলটি পাশ হয়ে যাওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সরকার সমাজের এই প্রান্তিক মানুষদের প্রতি যে সংবেদনশীল, তা প্রমাণিত হয়েছে। এর পর সরকার এই বিলের সারমর্মের ভিত্তিতে আরেকটি বিল আনবে বলেও তিনি জানান। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040