Web bengali.cri.cn   
আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট পাক অধিনায়ক; টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জয়
  2015-04-25 18:13:53  cri

এপ্রিল ২৫: বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন সফররত পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি।

খেলা শেষে তিনি বলেন, একাধিক বাজে সিদ্ধান্ত তার দলের বিরুদ্ধে গেছে। বাংলাদেশের মুস্তাফিজুরের বলে তার কট-বিহাইন্ড আউট হওয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, বল তার ব্যাটে লাগেনি। তিনি আশা করেন, আম্পায়ারের ভুলগুলো আইসিসির নজরে এসেছে। এদিন, মাঠে দুই বাংলাদেশি আম্পায়ার ছিলেন আনিসুর রহমান ও শরফুদৌলা ইবনে শহীদ।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর, একমাত্র টি-টোয়েন্টিতেও বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে সফরকারীরা। জবাবে বাংলাদেশ সাকিব আল হাসান এবং সাব্বিরের দুটি হাফ সেঞ্চুরির কল্যাণে ১৬.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040