Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ-০৪২৪
  2015-04-24 19:42:36  cri

পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা।

আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি .... প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রথম খবর :

২০১৫ সালে বিদেশে চীনা পর্যটকের সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে বিশ্বের বৃহত্তম পর্যটন ওয়েব সাইট ট্রিপ এডভাইসরের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ শতাংশ চীনা পর্যটকের বিদেশে যাওয়ার কর্মসূচি রয়েছে। যদি খরচ আরো কম হয়, তাহলে তারা ২৪ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া ভ্রমণ করবেন। ৪১ শতাংশ পর্যটক নিজের ছুটির অপেক্ষা করছেন। এছাড়া ১৬ শতাংশ পর্যটক মনে করেন, পর্যটন স্থান বেছে নেয়ার পেছনে মুদ্রার বিনিময়হার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

দ্বিতীয় খবর :

ভারত গড়ো প্রচারাভিযানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে চার দিনের জন্য ফ্রান্স,জার্মানি ও কানাডা সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণমাধ্যম বলেছে,অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারই হবে ত্রিদেশীয় এ সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

 সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে সিনে নদীতে নৌবিহার ও আনুষ্ঠানিক বৈঠকের পর শুক্রবার প্যারিসে ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন মোদী। এছাড়া জার্মানিতে চ্যান্সলর অ্যাঞ্জেলা মার্কেলকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দেন তিনি। সফরের শেষ পর্যায়ে কানাডার অটোয়া,টরেন্টো ও ভ্যাঙ্কোভার শহর পরিদর্শন করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

শ্রোতা বন্ধুরা, আলাপে আলাপে অনেক সময় চলে গেলো। এবার বিদায়ের পালা। যাবার আগে বলি, 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগেছে জানাবেন। আপনারা আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন, লিখতে পারেন চিঠি। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন বন্ধুরা; কল্যাণে থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040