Web bengali.cri.cn   
ভূমধ্যসাগরে নৌডুবির ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
  2015-04-24 18:36:53  cri
এপ্রিল ২৪: ইউরোপীয় কমিশনের গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত এক সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র বিভিন্ন দেশের সরকারকে কার্যকর ব্যবস্থা নিয়ে ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীবাহী নৌডুবির ঘটনা কমানোর আহ্বান জানানো হয়।

সিদ্ধান্তে বলা হয়, ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীবাহী নৌডুবির ঘটনা বার বার ঘটছে। গত বছর এ ধরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৩৫০০ জন। চলতি বছর এ পর্যন্ত আরো ১৫০০'রও বেশি নিহত হয়।

জানা গেছে, সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ভূমধ্যসাগরে জাহাজ পাঠিয়ে উদ্ধার ও এ ধরনের তত্পরতায় সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।

এদিকে সম্মেলনের পর এক সাংবাদিক সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বলেন, ইইউ ভূমধ্যসাগরে টহলদার বাহিনীর অর্থ বৃদ্ধি করবে। ইইউ লিবিয়াসহ কাছাকাছি দেশগুলোকে অবৈধ অভিবাসীর সংখ্যা কমানোর জন্য সহযোগিতা করবে বলেও জানান তিনি। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040