Web bengali.cri.cn   
এক অঞ্চল এক পথ মধ্যপ্রাচ্যের জন্যও কল্যাণ বয়ে আনবে
  2015-04-24 15:19:04  cri

৪ এপ্রিল চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত কোং শিয়াও শেং ফিলিস্তিন সফরের সময় বলেছেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সমস্যার সার্বিক সমাধান হওয়া উচিত। তিনি আশা করেন, প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত 'এক অঞ্চল এক পথ' ধারণা মধ্যপ্রাচ্য অঞ্চলের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি ত্বরান্বিত করার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করবে।

ফিলিস্তিন সফরে কোং শিয়াও শেং বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি, চীন-ফিলিস্তিন দ্বিপক্ষীয় সম্পর্কসহ বেশ কিছু সমস্যা নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন।

১ এপ্রিল ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগ দিয়েছে। ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরিকাতে বলেন, ফিলিস্তিন আশা করে, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে ফিলিস্তিনে আইসিসির কার্যক্রম পালনে বাধা দেয়ার প্রস্তাবকে প্রতিহত করবে। তিনি বলেন,

আমরা এখন আশা করছি চীন আমাদেরকে বিরাট সহায়তা দিতে পারে। আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান এবং আরো বেশি সহিংসতা এড়াতে সাহায্য দিতে পারে চীন। আমরা সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলি এবং আশা করি আন্তর্জাতিক আইনের কাঠামোয় সমস্যার সমাধান হবে। সুতরাং আমরা আন্তর্জাতিক আইনের অধীনে বেশ কিছু ব্যবস্থায় যোগ দেয়ার চেষ্টা করছি। এটা পুরোপুরিভাবে প্রতিফলিত হয়েছে যে, ফিলিস্তিনি জনগণ আন্তর্জাতিক আইনের মাধ্যমে সহিংসতা এড়ানো, সমস্যার সমাধান এবং দু'দেশের পরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করে।

এ দিন কোং শিয়াও শেং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকির সঙ্গে সাক্ষাত করেছেন।

সাক্ষাতের পর কোং শিয়াও শেং বলেছেন, ফিলিস্তিন-ইসরাইল শান্তি বৈঠক ত্বরান্বিত করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রত্যাশা করে চীন। তিনি বলেন,

বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি খুবই জটিল। ফিলিস্তিন ও ইসরাইল দু'পক্ষের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য রয়েছে। অনেক অবিশ্বাস ও আস্থাহীনতা রয়েছে। পুনরায় আলোচনা ও সংলাপ শুরু করা খুবই কঠিন। আমরা আশা করি, জরুরি ভিত্তিতে দু'পক্ষের আস্থা বাড়ানো যাবে এবং শান্তি বৈঠক ও রাজনীতির মাধ্যমে সহিংসতা মোকাবিলা করা যাবে।

কোং শিয়াও শেং বলেছেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সমস্যার একটি সার্বিক সমাধান হওয়া উচিত। ফিলিস্তিন সমস্যা ও সিরিয়া সমস্যাসহ বিভিন্ন সমস্যা যৌথভাবে মোকাবিলা করা উচিত। তিনি বলেন,

শুধুমাত্র শান্তিচুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রের চুক্তিই নয় বরং মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের জন্য মানবিক সহায়তা, যুদ্ধোত্তর পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও ভবিষ্যতের আর্থিক উন্নয়নের দিকেও খেয়াল রাখা উচিত। অর্থাত্ রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্র এর অন্তর্ভূক্ত। এমনভাবে একটি সার্বিক সমাধানের পদ্ধতি এবং সত্যিকারভাবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিলে সমাধানের আশা করা যায়।

কোং শিয়াও শেং উল্লেখ করেন, সার্বিক সমাধানের জন্য প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত 'এক অঞ্চল এক পথ' ধারণা বর্তমানের পরিস্থিতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। তিনি বলেন,

এক অঞ্চল এক পথের ধারণা সম্ভবত ভবিষ্যতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও একটি মৌলিক অংশ হতে পারে। আমরা আশা করি, 'এক অঞ্চল এক পথ' মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে পারবে। পাশাপাশি আঞ্চলিক জনগণ, বিশেষ করে সহিংসতার শিকার মানুষের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারবে।

কোং শিয়াও শেং আশা করেন, আরো বেশি দেশ ফিলিস্তিন-ইসরাইল শান্তি বৈঠক ত্বরান্বিত করার পক্ষে যোগ দিলে পরিস্থিতি আরো ভালো হবে। এভাবে ফিলিস্তিন ও ইসরাইলকে পুনরায় শান্তি বৈঠকে বসার জন্য চাপ ও পরিবেশ তৈরি করবে।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040