Web bengali.cri.cn   
চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন জাপানের প্রধানমন্ত্রী
  2015-04-23 19:55:23  cri

এপ্রিল ২৩: বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবে। সাক্ষাতে চীন-জাপান সম্পর্ক নিয়ে মতবিনিময় করেছেন দু'নেতা।

সাক্ষাতে সি চিন পিং বলেছেন, চীন-জাপান সম্পর্ক উন্নত করতে হলে দু'দেশের মধ্যে ৪টি রাজনৈতিক দলিলের মর্ম অনুসরণ করে সম্পর্ককে সঠিক দিকে এগিয়ে নেয়া উচিত। ঐতিহাসিক সমস্যাগুলো চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তির সঙ্গে সম্পর্কিত মৌলিক নীতিগত সমস্যা। জাপান এশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে সতর্কভাবে ইতিহাস বিবেচনা করে সঠিক তথ্য প্রচার করবে বলে আশা করেন প্রেসিডেন্ট সি।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, তার দেশ জাপানের সঙ্গে সংলাপ ও যোগাযোগ বাড়ানো, আস্থা জোরদার করা ও সন্দেহ নিরসন করা এবং চীন ও জাপানের মধ্যে স্বাক্ষরিত রাজনৈতিক দলিল অনুসারে সম্পর্ক জোরদার করার চেষ্টা অব্যাহত রাখবে।

সি চিন পিং উল্লেখ করেন, শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও দু'পক্ষের জয় হলো যুগের চাহিদা। চীন আশা করে, জাপান চীনের সঙ্গে শান্তিপূর্ণ উন্নয়নের পথ ধরে চলবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অবদান রাখবে। এজন্য দু'দেশের শীর্ষস্থানীয় নেতাদের আরো দায়িত্ব পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে প্রেসিডেন্ট সি'র সঙ্গে ফের দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী। জাপান-চীন সম্পর্ককে উন্নত করার আগ্রহের কথাও জানান তিনি। গত বছরে দু'পক্ষ যে চারটি মৌলিক নীতিতে একমত হয়েছে তা কার্যকর করতে এবং বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের যোগাযোগ ও সংলাপ ত্বরান্বিত করতে এবং দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন আবে।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040