Web bengali.cri.cn   
স্মার্টফোনের বাজারে ফিরে আসছে নকিয়া
  2015-04-23 19:51:43  cri


নোকিয়ার সঙ্গে তো আপনার সবাই কম-বেশি পরিচিত। এক সময়ের খুবই জনপ্রিয় এ ব্র্যান্ডটি তার মোবাইল ফোন বিভাগকে মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়েছিল, সে খবর নিশ্চয়ই আপনারা জানেন। সে সময় নোকিয়ার অনুরাগীরা খুব দুঃখ পেয়েছিলেন, তাই না? তার মানে নকিয়া স্মার্টফোন বাজার থেকে বিলুপ্ত হয়ে যাবে? আসুন আমরা আজ এ সম্পর্কে কিছু খবর জেনে নেই।

সম্প্রতি নোকিয়ার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 'রেকর্ড' এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সাল নাগাদ আবার স্মার্টফোনের বাজারে ফিরে আসতে পারে ফিনল্যান্ডের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর স্মার্টফোনের বাজারে ফিরতে কাজ করবে নোকিয়া। নোকিয়া ১১০০ নতুন স্মার্টফোন বাজারে আসছে। ফোনটিতে গুগলের অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ অপারেটিং সিস্টেম থাকবে।

নতুন এ স্মার্টফোনে কোর প্রসেসর থাকবে আর থাকবে ললিপপ অপারেটিং সিস্টেম। এই ফোনটিতে ৫১২ মেগাবাইটের র‌্যাম ও মিডিয়াটেকের প্রসেসর (এমটি৬৫৮২) রয়েছে।

রেকর্ড তাদের প্রতিবেদনে জানায়, এক এসময়ে বিশ্বের বৃহত্তম মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নোকিয়ার খ্যাতি ছিল। গত বছর মাইক্রোসফটের কাছে মোবাইল ফোন ইউনিটটি বিক্রি করে দিয়েছে নোকিয়া। চুক্তি অনুযায়ী ২০১৫ সালের শেষ দিক পর্যন্ত কোনো স্মার্টফোন ব্র্যান্ড বাজারে আনতে পারবে না নোকিয়া। ইতিমধ্যে নোকিয়া এন ওয়ান নামে একটি ট্যাবলেট বাজারে ছেড়েছে ফক্সকন। নোকিয়া তাদের ব্র্যান্ড নামটি ব্যবহার করতে দিয়েছে ফক্সকনকে। সরাসরি ফোন তৈরির পরিবর্তে ব্র্যান্ড লাইসেন্সিংয়ের মাধ্যমেই নতুন করে বাজারে আসতে কাজ করছে নোকিয়া।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040