Web bengali.cri.cn   
চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি
  2015-04-23 15:48:24  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমি 'চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি' শিরোনামে একটি মার্কিন চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের। আশা করছি, সবাই পছন্দ করবেন।

চলচ্চিত্রটি বিশ্ববিখ্যাত ফ্যান্টাসি উপন্যাসিক রৌল্ড দাহলের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে।

আপনারা জেনে অবাক হবেন, উপন্যাসটি এখন পর্যন্ত ৩২টি ভাষায় অনূদিত হয়েছে।

চলচ্চিত্রের প্রধান ছোট্ট চরিত্র চার্লি একজন ভীষণ দয়ালু ছেলে। হঠাত একদিন চার্লিসহ পাঁচজন ছেলেমেয়ে একটি করে সোনার টিকিট পেয়ে যায়। তারা এই সোনার টিকিট দিয়ে 'ওনকা' নামে একটি রহস্যময় চকলেট ফ্যাক্টারি পরিদর্শন করতে যায়। এ কোম্পানির মালিক 'উইলি ওনকা' চকলেট উত্পাদনের ক্ষেত্রে এক অসাধারণ প্রতিভাবান মানুষ। তার কোম্পানির ফ্যাক্টরিটি কিন্তু খুবই রহস্যময়। এই ফ্যাক্টরির দরজা সবসময় বন্ধ থাকে। ১৫ বছরের মধ্যে কেউ কোম্পানির কর্মীদের ফ্যাক্টরির ভেতরে ঢুকতে বা এর ভেতর থেকে বের হতে দেখেনি। কিন্তু অবাক ব্যাপার হলো, ফ্যাক্টরি থেকে সবসময় চকলেটের সুঘ্রাণ বেরিয়ে আসে বাইরে। বড়ই রহস্যময় ব্যাপার তাই না!

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040