Web bengali.cri.cn   
সঙ্গীত শিল্পী লিন চুন চিয়ে
  2015-04-22 14:20:19  cri


১৯৮১ সালে সঙ্গীত শিল্পী লিন চুন চিয়ে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন।

সঙ্গীত শিল্পী হলেও লিন চুন চিয়ে নিজেই গান লিখতে পারেন। তাঁর লেখা গানগুলো খুবই শ্রুতিমধুর ও মর্মস্পর্শী। আর এ কারণে তিনি একজন পেশাদার কন্ঠশিল্পীতে পরিণত হওয়ার আগেই অনেক বিখ্যাত কন্ঠশিল্পীর জন্য সুন্দর সুন্দর গান লিখেছেন।

বন্ধুরা, প্রথমে আমরা উপভোগ করবো লিন চুন চিয়ের একটি গান। গানের নাম 'বরফে পরিণত হয়'। চমত্কার এই গানটি আসলে আমি শুনি লিন চুন চিয়ের প্রথম গান হিসেবেই।

লিন চুন চিয়ের বাবা-মা দুজনেই সংগীত জগতের পেশাদার মানুষ। এ কারণে তিনি ৪ বছর বয়সেই পিয়ানো বাজাতে শিখেছেন এবং ১৫ বছর বয়স থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ১৯৯৬ সাল থেকে তিনি সিঙ্গাপুরে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন।

শ্রোতা বন্ধুরা, সিঙ্গাপুরের পুরুষ হিসেবে এই কণ্ঠশিল্পীকে বাধ্যতামূলকভাবে সৈন্যদলে যোগ দিতে হয়েছে। তবে সৈন্য বাহিনীতেও তিনি একজন সাংস্কৃতিকর্মী হিসেবেই কাজ করেছন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ছোটবেলা থেকে তাঁর সব অভিজ্ঞতা পরবর্তীতে তাঁর সঙ্গীত জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। ২০০৪ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় অ্যালবাম তাকে চরম সাফল্য এনে দিয়েছে। এ অ্যালবামটির কারণে তিনি চীনা ভাষার বর্ষসেরা নতুন গায়কের পুরস্কার অর্জন করেন। এখন আমরা শুনব এ অ্যালবামের কয়েকটি গান। প্রথমে আমরা শুনব 'মত্সকন্যা' শিরোনামের গানটি।

বন্ধুরা, এখন আমরা শুনব এ অ্যালবামের সবচেয়ে বিখ্যাত একটি গান। গানটির নাম 'চিয়াং নান'। 'চিয়াং নান' আসলে চীনের ছাং চিয়াং নদীর দক্ষিণ দিকের একটি অঞ্চল। ওখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই চমত্কার। এখানে সাধারণত উচ্চবিত্তরাই বসবাস করে।

প্রিয় বন্ধুরা, এখন আমরা লিন চুন চিয়ের গানের মাধ্যমে 'চিয়াং নানের' সৌন্দর্য উপভোগ করবো।

এ অ্যালবামে রয়েছে অন্য একটি মজার গান। গানের নাম 'তো চিয়াং ও ইউয়ো থিয়াও'। 'তো চিয়াং ও ইউয়ো থিয়াও' চীনা মানুষদের সবচেয়ে সাধারণ ব্রেকফাস্ট বা সকালের নাস্তা। লিন চুন চিয়ে এ গানের মাধ্যমে প্রকাশ করতে চান ভাল ছেলেবন্ধু 'তো চিয়াং ও ইউয়ো থিয়াও'-এর মতো প্রতিদিন তোমার কাছে রয়েছে। শুনুন তাহলে গানটি।

লিন চুন চিয়ে নানা রকমের গান লিখেছেন। গান ছাড়াও তার অনেকগুলো সখ রয়েছে। তিনি চিত্রকলা পছন্দ করেন এবং ফোটাগ্রাফি তার খুবই প্রিয়। তবে সংগীতই সব সময় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বন্ধুরা, এই গুণী শিল্পী বেশ কয়েকজন বিখ্যাত গায়িকার জন্য গান লিখেছেন। তার রচিত গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে।

বন্ধুরা, এখন আমরা লিন চুন চিয়ের লেখা কয়েকটি গানটি শুনবো। প্রথমে আমরা শুনবো লিন চুন চিয়ে ও তার প্রিয় বন্ধু, সিঙ্গাপুরের গায়িকা সুন ইয়ান চি'র যৌথভাবে লেখা একটি গান। গানটির নাম 'সে বলে'।

শ্রোতাবন্ধুরা, এখন যে গানটি আমরা শুনবো তার নাম 'যখন তুমি......'। এই গানটি লিন চুন চিয়ে তাইওয়ানের গায়িকা ওয়াং সিন লিংয়ের জন্য লিখেছেন। এখন আমরা উপভোগ করব লিন চুন চিয়ের সংস্করণটি।

আজকের শেষ গান হিসেবে আমি আপনাদের লিন চুন চিয়ের অনেক দিন আগে গাওয়া একটি গান শোনাতে চাই। যদিও তিনি এখন একজন সফল কন্ঠশিল্পী এবং তাঁর সংগীতের রীতি আরও বেশি পাঁকা হয়েছে তবুও তাঁর আগের গানগুলো এখনো আমার বেশ প্রিয়। আচ্ছা, এখন তাহলে শুনুন গানটি। এই গানটির নাম 'বাতাসে গ্রীষ্মকাল‌‌'।

গানটি গেয়েছেন লিন চুন চিয়ে ও তাঁর বন্ধু এবং একই কোম্পানির গায়িকা চিন সা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040