Web bengali.cri.cn   
বিভিন্ন দেশের শীর্ষ নেতার বিশেষ বিমান
  2015-04-25 15:44:00  cri


যদি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের বিশেষ বিমানের কথা বলতে চাই, তাহলে প্রথমেই মার্কিন প্রেসিডেন্টের 'এয়ার ফোর্স ওয়ান'-এর কথা উল্লেখ করতেই হবে। এ বিমানকে বলা যায় বিশ্বের সবচেয়ে বিখ্যাত সরকারি বিশেষ বিমান। এ বিমানে পরমাণু রকেট নিক্ষেপ ব্যবস্থাসহ প্রেসিডেন্ট কার্যালয়ে তিনি যেসব কাজ করতে পারেন তার সবই করতে পারেন এই বিমানে। মানে এই বিমানে প্রেসিডেন্টের জন্য একটি অফিসও রয়েছে। এ বিমানের মডেল নং হলো 'বোয়িং ৭৪৭-২০০বি'। এখন আমরা এ বিমানটির বিশেষ সব পরিচয় তুলে ধরবো। ককপিট-এর নিচে হলো প্রেসিডেন্টের লিভিং রুম। ভিতরে স্নানকক্ষ ও ব্যায়ামাগার আছে। এ কক্ষের কাছেই হলো চিকিত্সার কক্ষ। এরপর হলো একটি দরজা। ককপিট-এর পিছনে হলো প্রেসিডেন্টের কার্যালয় ও টেলিযোগাযোগ যন্ত্র। বিমানের মাথায় রয়েছে শত্রুদের রাডার ও রকেটকে ধ্বংস করার ইলেকট্রোনিক ডিফেন্স ইকুয়েপমেন্ট।

বিমানের মাঝখানে রয়েছে প্রেসিডেন্টের ডাইনিং হল। এই ডাইনিং হল বিমান চলাকালে সর্বাধিক মাত্রায় ২ হাজার বার মিল সরবরাহ করতে পারে। এ ছাড়া আরো আছে ক্যাবিন ক্রু, ৮৯টি টেলিফোন, ১৯টি টেলিভিশন ও ফ্যাক্স মেশিন। মোট কথা, প্রেসিডেন্ট যেন বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার সব ধরনের ব্যবস্থাই রয়েছে এই বিমানে।

'এয়ার ফোর্স ওয়ান' হচ্ছে বুলেটপ্রুফ বিমান। তা যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। বিমানের পাখার নিচে জিপিএস ও অস্ত্র প্রতিরোধক ব্যবস্থাও আছে। বলা যায়, এ বিশেষ বিমান সত্যি অনেক অনেক অনেক শক্তিশালী। তবে যখন এ বিমানটি আকাশে উড়তে শুরু করে তখন এর খরচও কিন্তু অনেক বেশি। মার্কিন বিমান বাহিনীর অনুমান, প্রতি ঘণ্টায় এ বিমান ২.১ লাখ মার্কিন ডলার ব্যয় করে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতার বিশেষ বিমানের মতো বিমান ব্যবহার করার দেশের মধ্যে রয়েছে এশিয়ার জাপান। বর্তমানে জাপানের রাজপরিবার ও সরকারি কর্মকর্তা বাইরে যেতে 'জাপানের এয়ার ফোর্স ওয়ান' বা 'এয়ারফোর্স টু' ব্যবহার করেন। অথবা বলা যায় জাপানের সরকারি বিশেষ বিমান ব্যবহার করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের রাজপরিবার ও সরকার প্রথমে জাপান এয়ারলাইন্সের বেসামরিক বিমান দিয়ে বাইরে যেতেন। গত শতাব্দীর ৭০'র দশকে জাপানের এয়ারলাইন্স এর বিরোধিতা করতে শুরু করে। কারণ সরকার সবসময় বেসামরিক বিমান কোম্পানিকে বিদেশ থেকে বিপদে পড়া প্রবাসী জাপানিদের দেশে সরিয়ে নেয়ার কর্তব্য পালন করার নির্দেশ দেয়। এর ফলে বেসামরিক বিমান কোম্পানির কর্মীরা সবসময় বিপদে পড়ে। তাই ১৯৮৭ সালে জাপান সরকার মার্কিন বিমান নির্মাণ কোম্পানির কাছ থেকে দু'টি বোয়িং ৭৪৭-৪০০ মডেলের বিমান অর্ডার করে, যাতে সরকারি বিশেষ বিমান হিসেবে কর্তব্য পালন করতে পারে।

আপনারা নিশ্চয়ই জানেন যে, বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের বিমানে যাতায়াতের অবস্থা ভিন্ন। যেমন ২০০২ সালে জার্মানি চ্যান্সেলর গেরহার্ড শোর্ডার জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির বিশেষ বিমানের সুবিধায় বিদেশে যান।

এবার শুনবেন রাশিয়ার শীর্ষ নেতার বিশেষ বিমানের কথা । বলা যায়, রুশ নেতার বিশেষ বিমান সৌখিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ বিমান হলো আইএল ৯৬-৩০০ মডেলের। যখন তিনি এ বিমানযোগে বাইরে যান, তখন সঙ্গে থাকে অগ্রগামী বিমান, সতর্ককারী বিমান, পরিবহন বিমান এবং টেলিযোগাযোগ বিমান।

রুশ তথ্য মাধ্যমের প্রকাশিত সংশ্লিষ্ট দলিল থেকে জানা গেছে, যদিও পুতিনের বিশেষ বিমান যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স ওয়ান-এর তুলনায় ততটা উন্নত মানের নয়, তবে ক্যাবিন বিভিন্ন সোনা বা রুপার দ্রব্য দিয়ে সাজানো। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বিমানেও মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমানের মত পরমাণু বোমা নিক্ষেপের ব্যবস্থা আছে। জরুরী অবস্থায় এই বিমানটি পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে।

রুশ জনগণের কাছে যদিও যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন-এ দুই বড় দেশের স্নায়ু যুদ্ধ এবং মুখোমুখি দাঁড়ানোর অবস্থার ইতিহাস আছে, তবে দু'দেশের শীর্ষ নেতার বিশেষ বিমানের এই দুই পরমাণু নিক্ষেপ ব্যবস্থা এখনো বিশ্বের রাজনৈতিক কাঠামোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক।

তবে কিছু কিছু দেশের শীর্ষ নেতার কোনো বিশেষ বিমান নেই। তাঁদেরকে বিদেশে সফর করতে বিমান ভাড়া করতে হয়। যেমন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরন বিদেশ সফর করতে ভার্জিন বিমান কোম্পানি বা ব্রিটিশ এয়ারওয়েজ-এর বেসামরিক বিমান ভাড়া করেন। ২০০৬ সালে তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার একটি পুরোনো মডেলের ডিসি-৮ বিমান ভাড়া করে দক্ষিণ আফ্রিকা সফর করেন। দেশে ফিরে যাওয়ার সময় বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং তিনি সময়মতো ব্রিটেনে ফিরে যেতে পারেন না। এর ফলে ব্লেয়ার দেশের পার্লামেন্টে ভোটদানও মিস করেন। ব্লেয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি সরকারি বিমান কেনার প্রস্তাব দিয়েছিলেন, তবে পার্লামেন্ট তা নাকচ করে। (ফেইফেই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040