ইলাস্টিক হার্ট
0417m
|
আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানে শুরুতেই আপনাদেরকে শোনাবো অস্ট্রেলিয়ার গায়িকা Sia-এর গান 'Elastic Heart'।--4' 18
গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন মার্কিন গায়িকা Ke$ha-এর গান 'Tik Tok'।–3'19
প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে See You Again গানটি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সিরিজ চলচ্চিত্র "Furious 7"-এর থিম সং। গেয়েছেন মার্কিন গায়ক Charlie Puth/Wiz Khalifa।–3'49 আশা করি গানটি ভাল লাগবে আপনাদের।
প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদেরকে জানাতে চাই যে, আপনাদেরকে বিশ্ব সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এটা আমাদের প্রত্যাশা।
এবার আমরা মার্কিন গায়ক Big Sean-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম'Blessings'—4'12
বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল, তাইনা? এবারে আমরা ব্রিটিশ গায়ক Jimmy Page–এর 'Kashmir' নামের গানটি শুনবো, কেমন?।–12'28
প্রিয় শ্রোতা, আপনারা হয়তো মার্কিন গায়িকা Christina Perri--এর নাম শুনে থাকবেন। তাঁর একটি খুবই বিখ্যাত গান রয়েছে। গানটি হচ্ছে যুক্তরাষ্ট্র বিখ্যাত চলচ্চিত্র The Twilight Saga এর থিম সং। এ গানটির নাম হলো A Thousand Years।–4'46 তাহলে এখন আমি আপনাদেরকে এ গানটি শোনাবো।
আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায় নেবার পালা। তবে তার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে কানাডার বিখ্যাত গায়িকা Avril Lavigne- এর 'My Happy Ending' গানটি শোনাবো। আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–4'02