Web bengali.cri.cn   
চীনে'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত গবেষণা-জোট গঠিত
  2015-04-13 19:49:12  cri

এশিয়া, ইউরোপ ও আফ্রিকার পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে চীন উত্থাপন করেছে 'এক অঞ্চল, এক পথ' ধারণা। আর এ ধারণা নিয়ে কাজ করতে গত ৮ এপ্রিল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয় একটি গবেষণা-জোট। চীনের বিভিন্ন অঞ্চলের ৫৬টি গবেষণা-প্রতিষ্ঠান মিলে এ জোট গঠন করেছে। এ জোট 'এক অঞ্চল, এক পথ' ধারণা বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন নীতি ও সমস্যা নিয়ে কাজ করবে এবং চীন ও সংশ্লিষ্ট দেশগুলোর সরকারগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

গত ৮ এপ্রিল চীনের অর্ধশতাধিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পেইচিংয়ে আলাপ-আলোচনার পর 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত গবেষণা-জোট গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের নেতৃত্বে রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণাকেন্দ্র, চীনের সমাজ বিজ্ঞান অ্যাকাডেমি, ফুডান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ জোট গঠিত হয়। চীনের অধিকাংশ নামকরা গবেষণা-প্রতিষ্ঠান এ জোটের সদস্য হয়।

এ সম্পর্কে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কুও ইয়ে চৌ বলেন, "রাজনৈতিক পরামর্শ দেওয়া এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে এ গবেষণা-জোট 'এক অঞ্চল, এক পথ' ধারণা বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করবে। এ গবেষণা-জোট প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে, চীন এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ও মানবিক যোগাযোগ বাড়ানো এবং যৌথভাবে চীনের বৈশিষ্ট্যপূর্ণ নতুন ধরণের উন্নয়ন-গবেষণানিয়ে কাজ করা।"

কুও ইয়ে চৌ বলেন, জোটের গবেষণাকাজ দেশের সংশ্লিষ্ট নীতি অনুসারে হতে হবে। সরকারের সিদ্ধান্ত এবংগবেষণা-জোটের পরামর্শের মধ্যে সুষ্ঠু সমন্বয় থাকাও জরুরি। এ ছাড়া, বিদেশি গবেষণা-প্রতিষ্ঠানগুলোর সাথে বিনিময়ও জোরদার করতে হবে। তিনি আরও বলেন, গবেষণা-জোটের সচিবালয় সদস্য-প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোতে গিয়ে গবেষণা ও তথ্য বিনিময় করার কাজে সাহায্য-সহযোগিতা দেবে।

চীন সহযোগিতামূলক 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপনের পর দেশি-বিদেশিবিশেষজ্ঞরা একে নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। চীনের বিভিন্ন অঞ্চলের উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান ও গবেষণা-প্রতিষ্ঠানগুলোও 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত চীনের ৬০টিরও বেশি গবেষণা-প্রতিষ্ঠান 'এক অঞ্চল,এক পথ' নিয়ে বিশেষ গবেষণাকাজ করছে।

শাংহাই বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণালয়ের উপ-প্রধান সুন দে কাং মনে করেন, 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত গবেষণা-জোট গঠিত হওয়ায় একদিকে দেশের বিভিন্ন গবেষণা-প্রতিষ্ঠানের মধ্যে যেমন সহযোগিতা বাড়বে, তেমনি বিদেশের সাথে এ প্রতিষ্ঠানগুলোর বিনিময় বাড়ার সুযোগও সৃষ্টি হবে।

সুন দে কাং বলেন, "কারণ,'এক অঞ্চল, এক পথ' একটি অবিভাজ্য ধারণা। প্রতিটি খাতেই এ ধারণা প্রযোজ্য। যেমন শিক্ষা খাতের 'এক অঞ্চল, এক পথ', আর্থিক খাতের 'এক অঞ্চল, এক পথ', গবেষণা খাতে 'এক অঞ্চল, এক পথ' ইত্যাদি। এ সংক্রান্ত গবেষণা-জোট গঠনের মানে, আমাদের দেশের 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত গবেষণালয়গুলোর শক্তির মধ্যে সমন্বয় সাধিত হবে এবং এর ফলে ভবিষ্যতে চীনের গবেষণা-শক্তির আন্তর্জাতিকীকরণের এক নতুন বসন্ত আসবে।"

'এক অঞ্চল, এক পথ' গবেষণা-জোট উদার ও সহনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে একটি একক প্লাটফর্মে কাজ করতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তারা আরও মনে করেন, এ জোট গঠিত হওয়ায় চীনের গবেষণা-প্রতিষ্ঠানগুলোর সাথে বিদেশের বিভিন্ন গবেষণা-প্রতিষ্ঠানের যোগাযোগ বৃদ্ধির এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।

চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণাকেন্দ্রের উপ-প্রধান চাং লাই মিং জানান, বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা-প্রতিষ্ঠান ইতোমধ্যেই 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত গবেষণাকাজে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে। তিনি বলেন,

"গত বছরের ডিসেম্বরে চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্র তুরস্কের ইস্তাম্বুলে সাফল্যের সাথে¡°যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠার ঐতিহাসিক ধারণা এবং যুগের সুযোগ' শীর্ষক একটি আন্তর্জাতিক গবেষণা-সভার আয়োজন করে। ওই সভায় 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠাসংক্রান্ত গবেষণা নেটওয়ার্ক গঠনের প্রস্তাব করা হয়। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের গবেষণা-প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।" (ইয়ু/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040