

music
|
বন্ধুরা কি ধ্যান করতে পছন্দ করেন? যখন আপনারা ধ্যান করেন তখন কি সুন্দর গান বা সুর শুনে নিজেকে রিল্যাক্স করেন? এখন আপনাদেরকে একটি সুন্দর গানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তা হচ্ছে Cara Dillon'র down by the salley garden। গানটি ধ্যান করার সময়ের জন্য খুবই উপযোগী।
বন্ধুর,আপনারা যদি এর আগে 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠান শুনে থাকেন তাহলে নিশ্চয়ই Nicki Minaj কে জানেন। Skylar Greyও একজন বৈশিষ্ট্যময় মার্কিন গায়িকা। এখন আমি এই দুই শিল্পীর সহযোগিতার একটি গান শোনাবো। গানটির নাম Bed of Lies।
Colbie Caillat হলেন একজন গায়িকা ও সুরকার। তার নিজের লেখা অনেক গান যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয়। এখন শুনুন তার লেখা Floodgates গানটি।
আমি বিশ্বাস করি, আমাদের কাছে যদি পরিবার বা বন্ধু থাকে তাহলে আমরা অনেক সুখ অনুভব করি, তাই না? তারা আমাদেরকে এতটা ভালবাসেন যেন আমরা তাদের কাছে Spoiled শিশু। এখন শুনুন Joss Stone'র গান Spoiled।
Amy Winehouse খুবই বুদ্ধিমতী একজন গায়িকা ছিলেন। অল্প বয়সেই তিনি প্রাণ হারান। তার কণ্ঠ অতুলনীয়। আমরা এখন একসঙ্গে তার Stronger Than Me গানটি উপভোগ করবো, কেমন?
বন্ধুরা, আপনারা কি গোধূলি দেখতে পছন্দ করেন? আমি আশা করি, গোধূলি আমার জন্য সবসময়ই ভালো খবর আনবে। তাহলে শুনুন গায়িকা Cover Drive'র গাওয়া Twilight বা গোধূলি গানটি।
যদি আপনি ভালোবাসায় পড়েন, তাহলে জানেন যে কেবলমাত্র ভালোবাসাই আপনার হৃদয়টাকে ভাঙতে পারে। এখন শুনুন Gwyneth Herbert'র গান Only Love Can Break Your Heart।
আজকের'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠানের সর্বশেষ গান হচ্ছে সঙ্গীত ব্যান্ড Crazy Frog'র Will Survive। আশা করি বন্ধুরা পছন্দ করবেন।




