Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ-০৪১০
  2015-04-10 19:41:07  cri
সম্প্রতি নেপালের তরুণ সেনানায়করা চীনা ভাষা শিখতে শুরু করেছেন। পাশাপাশি চীনা ভাষার প্রতি আগ্রহ বেড়েছে দেশটির সাধারণ নাগরিকদেরও।

নেপালের সামরিক পক্ষ মনে করেন, চীনা ভাষা সেনানায়কদের দৃষ্টি ভঙ্গি প্রসারিত করবে। এতে চীন-নেপাল সম্পর্ক আরো উন্নত করা যায়।

মার্চ মাসের শেষে দিকে কাঠমান্ডুতে দ্বিতীয়বারের মতো নেপালের সামরিক দপ্তরে প্রাথমিক পর্যায়ের চীনা ভাষা শেখার ক্লাস শুরু হয়। দু'মাসের এ ক্লাসে দেশটির সামরিক বাহিনীর ২৬ জন সেনানায়ক চীনা ভাষা ও চীনা সংস্কৃতি শিখবেন।

বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস-২ এক নাগাড়ে ২০ ঘণ্টা উড়ে ৩১ মার্চ ভোরে চীনের ছোংছিংচিয়াংপেই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মাধ্যমে বিমানটি সাফল্যের সঙ্গে পঞ্চম বারের মতো উড্ডয়ন সম্পন্ন করলো।

সোলার ইম্পালস-২ স্থানীয় সময় সোমবার ভোর ৩টায় মিয়ানমারের মান্দালয় থেকের ওয়ানা হয়। বিমানটি পরিচালনা করেছেন 'সোলারইম্পালস'-এর নির্মাতা সুইজারল্যান্ডের গবেষক বারট্রান্ড পিক্কার্ড। এযাত্রায় বিমানটি ১ হাজার ৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দেয়। এতে সময় লেগেছে এবং ২০ ঘণ্টা ২৯ মিনিট।

এক বিবৃতিতে বারট্রান্ড পিক্কার্ড বলেছেন, চীন হলো বিশ্বের বায়ুশক্তি ও সৌরশক্তি উত্পাদনে বৃহত্তম দেশ।

চলতি বছর মার্চের শুরুতে সোলার ইম্পালস-২ আবুধাবি থেকে রওয়ানা হয়। ধারণা করা হচ্ছে, ৫ মাসে ১২টি স্থানে যাত্রা বিরতি করে মানব ইতিহাসের প্রথম সৌরশক্তি চালিত বিমান বিশ্ব পরিভ্রমণ শেষ করবে।

ইউরেশিয়া,প্যাসিফিক, যুক্তরাষ্ট্র, অ্যাটল্যান্টিক মহাসাগরের ওপর দিয়ে আবারও আবুধাবিতে ফিরবে বিমানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040