

n150425.mp3
|
'আমার কিছু কথা'
সঙ্গীতানুষ্ঠান ২০১৫/০৪/২৫
প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারা'।
সুখ-দু:খ,হাসি-আনন্দ,বিরহ-মিলন ছাড়াও জীবনের হাজার রকম কর্ম ব্যস্ততার মাঝে আপনারা যাতে বিভিন্ন গানের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন সেজন্যই আমাদের এ সঙ্গীতানুষ্ঠান।
বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারা' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। হ্যাঁ বন্ধুরা, আমরা এ অনুষ্ঠানে আপনাদেরকে এমন কিছু গান শোনাতে চাই যা কেবল একটি কালের নয়, তা সর্বকালের, সর্বসময়ের। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শিয়েনেন আকাশ এবং আমি এনামুল হক টুটুল।
বন্ধুরা, আজ আমরা অনুষ্ঠানের শুরুতেই কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিকের গান শুনবো। গানটির নাম 'আমার কিছু কথা' ।
গান: আমার কিছু কথা.................
বন্ধুরা, এবার আমরা মৌসুমী ভৌমিকের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'যশোর রোড' ।
গান: যশোর রোড..............
বন্ধুরা, জীবন মানেই দু:খ, জীবন মানে সুখ, জীবন মানেই আনন্দ। সুখ,দু:খ, হাসি, আনন্দ, ব্যথা, বেদনা নিয়েই আমাদের জীবন। জীবনে যদি দু:খ, বেদনা না থাকে তাহলে জীবনকে সঠিকভাবে উপলব্ধি করা যায়না। আর এসব কিছু আছে বলেই আমরা জীবনকে উপভোগ করতে পারি, উপলব্ধি করতে পারি।
হ্যাঁ বন্ধুরা,এখন আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এরকমই একটি গান শুনবো। আর এ গানটির নাম 'খোলা আকাশ' ।
গান: খোলা আকাশ................
বন্ধুরা, এবারে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'আমি তার ছলনায়' ।
গান: আমি তার ছলনায়.....................
বন্ধুরা, বরাবরের মতো আজও আপনাদেরকে বলতে চাই যে, আমরা সবসময়ই আমাদের এ অনুষ্ঠানে বৈচিত্র্যতা আনার চেষ্টা করি। এই অনুষ্ঠানে বাজানো গানগুলো পুরনো সময়ের কিন্তু তা যেন সবসময়ই জীবন্ত এবং বর্তমান। এসব গান আপনাদের ও আমাদের মাঝে নতুন একধরনের অনুভূতি তৈরি করে বলে আমাদের বিশ্বাস।
আচ্ছা বন্ধুরা, কেমন লাগছে আজকের সুরের ধারা অনুষ্ঠানের গানগুলো? আশা করি ভাল। আসলে আপনাদের ভাল লাগার জন্যই আমাদের এ আয়োজন। এবার আমরা কণ্ঠশিল্পী অনুরাধার গাওয়া গান শুনবো,কেমন? গানটির নাম 'ফাগুন এসেছে'।
গান: ফাগুন এসেছে.................
বন্ধুরা, এবার আমরা অনুরাধার আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'তোমারই বিরহে'।
গান: তোমারই বিরহে..............
বন্ধুরা, সাধনা সারগামের কথা মনে আছে আপনাদের? এখন আমরা সাধনা সারগামের গাওয়া দু'টি গান শুনবো, কেমন? প্রথমেই শুনবো 'নিঝুম সন্ধ্যায়' গানটি ।
গান: নিঝুম সন্ধ্যায়...............
বন্ধুরা, এবার তাহলে আমরা সাধনা সারগামের আরেকটি গান শুনবো। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারা' অনুষ্ঠানটি। তো বন্ধুরা, তাহলে চলুন শোনা যাক সাধনা সারগামের 'প্রেম একবার এসেছিল' গানটি ।
গান: প্রেম একবার এসেছিল......................
সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।
প্রিয় শ্রোতা,আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমাদের ঠিকানা হলো akashxienan@gmail.com এবং
enamulhoquetutul@yahoo.com.আমাদের ফোন নম্বর হলো ০০৮৬১০৬৮৮৯২৪২০।
বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/টুটুল)




