Web bengali.cri.cn   
ফাইন্ডিং মি.রাইট' চলচ্চিত্রের গানগুলো
  2015-04-09 16:04:40  cri


প্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুরের ধারায় অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং/রুবী। আজকের এ অনুষ্ঠানে চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই।

আপনি প্রস্তুত তো ? তাহলে চলুন শোনা যাক আজকের গান।

প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, তার শিরোনাম 'এ্যাঞ্জেল' । এটি চীনের 'ফাইন্ডিং মি.রাইট' চলচ্চিত্রের একটি গান ।

ফাইন্ডিং মি. রাইট চলচ্চিত্রটি ২০১৩ সালে মুক্তি পায় । এ চলচ্চিত্রটিতে ওয়েন চিয়াচিয়া নামক পয়সা অনুরাগী একজন মেয়ের সত্যিকার ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প বর্ণনা করা হয়েছে। এ মেয়েটি একসময় সুস্বাদু খাবার সংক্রান্ত একটি ম্যাগাজিনের এডিটর ছিলেন। তার ধারণা ভালোবাসা হচ্ছে এমন একটি বিষয় যা 'স্লিপলেস ইন সিয়াটল' চলচ্চিত্রে উপস্থাপিত ভালোবাসার মতো রোম্যানটিক।

নিজের সন্তানকে মার্কিন নাগরিক বানানোর জন্য তিনি দূর চীন থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে গিয়ে কারাবাস কেন্দ্রে সন্তান প্রসবের জন্য অপেক্ষা করেন।

প্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো এ চলচ্চিত্রের শুরুর গান। গানের শিরোনাম 'সামডে উই উইল বি টুগেদার'

কারাবাস কেন্দ্রে ওয়েন চিয়াচিয়া সব সময় নিজেকে ধনী বলে জাহির করেন। তিনি ছাড়াও এখানে আরো অনেক অন্তসত্ত্বা ছিলেন।তারা ওয়েন চিয়াচিয়া'র বিভিন্ন কর্মকাণ্ডকে ঘৃণা করতেন। এসব কারণে তারা তাকে পছন্দ করতেন না।

নি:স্বঙ্গ ওয়েন চিয়াচিয়া কেবল কেন্দ্রের পরিচালক ফ্রান্কের কাছে মনের অনুভূতি বলতে থাকেন। ফ্রান্ক দেখতে খুবই অসাধারণ। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি চীনের একজন বিখ্যাত হৃদরোগের ডাক্তার ছিলেন। ফ্রান্ক খুব সহানুভূতিশীল ও সহনশীল। তার প্রভাবে ওয়েন চিয়াচিয়ার স্বেচ্ছাচারিতামূলক চরিত্রের অনেক পরিবর্তন হয়।

প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ চলচ্চিত্রের আরেকটি গান। গানের নাম "সাইলেন্ট নাইট"।

ওয়েন চিয়াচিয়ার দু:সময়ে অনেক সাহায্য করেন ফ্রান্ক। ফ্রান্ক ও তার মেয়ের সঙ্গে ওয়েন চিয়াচিয়া একধরনের পরিবারের উষ্ণতা উপভোগ করেন।

প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ চলচ্চিত্রের 'হোয়েন আই ফল ইন লাভ' শিরোনামের একটি গান।

অবশেষে এক পুত্রসন্তানের জন্ম দেন ওয়েন চিয়াচিয়া। এ সময় তার কাছ থেকে দূরে সরে যাওয়া তারই একসময়ের ধনী ছেলেবন্ধুটি আবার ওয়েন চিয়াচিয়া'র সঙ্গে যোগাযোগ শুরু করে। সেই ছেলেবন্ধু তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওয়েন চিয়াচিয়াকে বিয়ের কথা বলেন। কিন্তু ততদিনে ওয়েন চিয়াচিয়া ও ফ্রান্কের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। ওয়েন চিয়াচিয়া এখন কি করবেন?

প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ চলচ্চিত্রের আরেকটি গান। গানটির নাম 'ম্যারি ইউ'।

গান-

ওয়েন চিয়াচিয়া কি সিয়াটল ত্যাগ করবেন? বন্ধুরা, সিয়াটল ত্যাগ করা মানে সব শেষ তা কিন্ত্ত নয়। সিয়াটেল ত্যাগ করা মানে নতুন করে আবার জীবনের পথ চলা।

এখন শুনবেন এ চলচ্চিত্রের শেষ গান। আর এ গানটির নাম 'হোয়াট এ্যা ওয়ান্ডারফুল ওয়াল্র্ড'।

প্রিয় শ্রোতা, আশা করি এ গানগুলো আপনারা খুব ভালোভাবেই উপভোগ করছেন।

প্রিয় বন্ধুরা, 'এখন আপনাদের জন্য নিয়ে আসছি 'সিটি অফ এঞ্জেল' শিরোনামে চলচ্চিত্রের বেশ কয়েকটি গান। তাহলে প্রথমেই শুনুন 'ইফ গড উইল সেন্ড হিজ এঞ্জেলস' 03 [其他] শিরোনামের একটি গান।

গান-

সিটি অফ এঞ্জেল চলচ্চিত্রে এঞ্জেল স্যাস এর দায়িত্ব হচ্ছে প্রতিদিন হাসপাতালে যেসব মানুষ মারা যান তাদেরকে অন্য জগতে নিয়ে যাওয়া। কিন্ত্ত তিনি হাসপাতালের ম্যাচি নামক একজন ডাক্তারকে পছন্দ করা শুরু করেন। ম্যাচির সঙ্গে থাকার জন্য তিনি তার সমস্ত ক্ষমতা ত্যাগ করেন এবং মানব জগতে চলে আসেন। কিন্ত্ত তিনি বুঝতে পারেন না যে, এই সুন্দর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা তার জন্য অপেক্ষা করছে তা হলো কষ্টকর এক জীবন ।

বন্ধুরা, এখন শুনবেন এ চলচ্চিত্রের Mama, You Got A Daughter শিরোনামের একটি গান।

গান-

প্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো .....................

এবার তাহলে বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040