0406shuqing
|
প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা। চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আমি জানি, যতক্ষণ 'সুরের ধারায়' আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সঙ্গেই থাকবেন।
প্রিয় শ্রোতা, আপনারা কি জানেন, কিছু কিছু সঙ্গীত শুনলে আমাদের মনও উষ্ণ হতে পারে? আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি সঙ্গীত শোনাবো। আশা করি তা অন্তত একদিনের জন্য হলেও আপনাদের মনকে উষ্ণ রাখবে, চাঙ্গা রাখবে।
প্রথমে শুনুন heart নামের একটি গান; গানটি গেয়েছেন freeTEMPO।
প্রিয় শ্রোতা, এখন শুনুন just a bird শীর্ষক একটি গান। এ গানটি শুনে আপনারা মনে শান্তি পাবেন আশা করি। এ গানের শিল্পীর কন্ঠ উষ্ণ, মিষ্টি এবং সরল। আমার তো এ গান বার বার শুনতে ইচ্ছে করে। দেখি আপনাদের মনে এটি কী প্রভাব ফেলে। চলুন একসঙ্গে গানটি শোনা যাক।
প্রিয় শ্রোতা, আমরা সবাই সাধারণ মানুষ। কিন্তু আমাদের প্রায় সবাই কারুর না কারুর মনের রাজা বা রাণী। তাই না? এমন একজন মানুষ আপনাকে ভালোবাসে, আপনার অপেক্ষায় থাকে। এখন শুনুনfalling for you নামক একটি গান; গেয়েছেন মার্কিন কন্ঠশিল্পী colbie caillat।
প্রিয় শ্রোতা, first love-এর কথা উল্লেখ করলে আপনার মনের পর্দায় কার ছবি ভেসে ওঠে? আসলে আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ আছেন। আপনার সেই অ্যাঞ্জেলের জন্য এই গান। গানের নামও 'my first love'।
প্রিয় শ্রোতা, এখন শুনুন "সাত নং সড়ক" নামে একটি চীনা গান, গেয়েছেন তাইওয়ানের সঙ্গীতব্যান্ড এফ আই আর
প্রিয় শ্রোতা, এখন শুনুন sunny day শিরোনামের একটি গান। আপনি কি কখনো আপনার প্রিয় মানুষের সঙ্গে বাইরে ভ্রমণ করেছেন? চলুন গানটি শুনি, গেয়েছেন কন্ঠশিল্পী joy williams।
প্রিয় শ্রোতা, এখন শুনবো একজন মার্কিন কন্ঠশিল্পীর গাওয়া সুন্দর গান; গানের নাম so yesterday। হ্যাঁ, কে আরো ভালো হতে চায় না? নিজের জীবন আরো সুন্দর হবে, নিজের চাকরি আরো ভালো হবে, নিজের প্রেম আরো মিষ্টি হবে—সবাই তা চায়। এর জন্য চাই যথাসাধ্য ভালো হওয়া। হ্যা, আমি ভালো মানুষ হবার কথাই বলছি, বলছি যোগ্য মানুষ হবার কথা। যারা যথাসাধ্য ভালো হবার চেষ্টা করছেন, এ গান তাদের জন্য বিশেষভাবে।
প্রিয় শ্রোতা, এখন শুনুন ain't it fun নাম একটি সুন্দর গান, গানটি গেয়েছেন গন্ঠশিল্পী paramore।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ প্রান্তে একটি খুবই মধুর এবং ভালোবাসার উষ্ণ ছোঁয়া লাগা গান শুনবো। ভারী মিষ্টি এই গানটির শিরোনাম living in the moment; গেয়েছেন মার্কিন কন্ঠশিল্পী Jason mraz।
প্রিয় শ্রোতা, সুরের ধারায় অবগাহন করতে করতে কখন সময় ফুরিয়ে গেল, টেরই পাইনি। এবার বিদায় নিতে হবে। সামনে আবার কথা হবে, শোনা হবে গান। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। চাই চিয়েন। (শুয়েই/আলিম)