Web bengali.cri.cn   
পেইচিং যুবক শিরোনামে সিরিয়ালে বাজানো গানগুলো
  2015-04-02 20:18:54  cri



প্রিয় শ্রোতা, আপনার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজেকের সুরের ধারায় অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং/রুবী। আজেকের এ অনুষ্ঠানে বর্তমানে চীনে খুব প্রচলিত এক সিরিয়াসে যে গান বাজায়, সেগুলো পরিচয় করিয়ে দিতে চায়। শ্রোতা, আপনি প্রস্তুত কি? একসাথে গানের সঙ্গে নৃত্য করেন।

প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি ' ভ্রমণ' শিরোনামের একটি গান। এটি হলো পেইচিং যুবক শিরোনামে সিরিয়ালে বাজানো একটি গান।

পেইচিং যুবক

'পেইচিং যুবক' সিরিয়ালে প্রধান চারজন ব্যক্তি ছিলেন। তারা প্রত্যেকেই একে অপরের কাজিন। তাদের নাম হলো হো তোং, হো সি, হো নান ও হোং পেই।

বিভিন্ন পরিবেশে বড় হওয়া এ চারজন ভাই তাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, পরিস্থিতি সহ জীবনের এক বিশাল অবস্থা কাঁটিয়ে ওঠার কথা বর্ণনা করেন এ সিরিয়ালে।

বড় ভাই হো তোং এর সহজ,সরল জীবন একদম পছন্দ নয়, এমন কি জীবনের সবধরনের চাওয়া-পাওয়া ছেড়ে দেন তিনি। কেবল তার সেই উদ্যমী যৌবনের সময়টাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন।

মেজ ভাই হো সি সবেমাত্র ডাক্তারী পেশায় যোগ দিয়েছেন। প্রেমই তার কাছে সবকিছু। তিনি সত্যিকারের প্রেম, ভালবাসা পাবার জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা চালান।

হো নান উচ্চাকাঙ্খা নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন এবং এ উচ্চাকাঙ্খা বাস্তবায়নের জন্য চেষ্টা চালান। এই উচ্চাকাঙ্খা বাস্তবায়ন করতে গিয়ে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখী হতে হয়।

আর ছোট ভাই হো পেইয়ের জীবন সম্পর্কে কোন প্রতিশ্রুতি নেই। ভুলে ভরা তার জীবন। হাঙ্গামা, মারামারি করা সহ ভ্রান্ত ভাবে জীবন-যাপন করতেন এক সময়। অবশেষে হিংসাত্মক, মেজাজি ও ধ্বংসাত্মক এ যুবক ধীরে ধীরে সঠিক পথে ফিরে আসেন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো এই সিরিয়ালের শুরুর গান।

গানের নাম জীবিত। আর এ গানটি গেয়েছেন এ সিরিয়ালের প্রধান অভিনেতা লি ছেন

গানের কথা এমন: জীবিত

জীবিত জীবিত, যন্ত্রণা ছেড়ে দিতে পারি না।

আমরা জীবন-যাপন ছাড়তে না পারায় ভুল এড়াতে পারি না। ভালোবাসতাম, মিস করতাম, ব্যথা পেতাম এবং অবশেষে পাস করলাম। মাঝেমধ্যেই হারিয়ে যাওয়া যায়।

অবশেষে আপনি জানবেন, কিভাবে ভালো আশ্রয় নিতে পারেন। কারও স্বপ্ন থাকে না, কারও লক্ষ্য থাকে না। অনেকে মোটামুটিভাবে কাজ করে যান। বিশ্ব অনেক বড়। তরুণেরা সুযোগ গ্রহণ করেন। অলস থাকা উচিত নয়। এখানে-সেখানে হাঁটতে- হাঁটতে, দেখতে- দেখতে, জীবনের রঙ্গিন দৃশ্যগুলো উপভোগ করবো।

শ্রোতা, এখন শুনবেন সিরিয়াসের আরেকটি গান। গানের শিরোনাম সাহসী মন।勇敢的心

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে আপনাদের জন্য নিয়ে আসছি এ সিরিয়ালের শেষের গান। গানটি গেয়েছেন চীনের কন্ঠ শিল্পী ওয়াং ফেং। গানের শিরোনাম 'অস্তিত্ব"।

গানের কথাটি এমন:

অনেকেই চলছেন তো চলছেন কিন্তু এখনো সে আদিম স্থানেই আছেন। অনেকের অস্তিত্ব আছে ঠিক, কিন্তু যেন সে মৃত। অনেকে ভালোবাসলেও যেন সে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অনেকে হাসলেও তার চোখের জল দেখা যায়।

কেই বা জানে, আমাদের কোথায় যাওয়া উচিত। কেই বা জানেন আমাদের প্রাণ কি হয়ে গেছে। কেবলই বেঁচে থাকার উপায় খুঁজবো, নাকি প্রাণের উচ্ছ্বলতায় ভেসে বেড়াবো দূর দিগন্তের আকাশপানে। আমাকেই ঠিক করে নিতে হবে, আমি কিভাবে বেঁচে থাকবো.. থাকবো অস্তিত্বশীল।

এবারের নিয়ে আসছি আরেকটি গান। গানের শিরোনাম 'আমি তোমার ছেলেবন্ধু হতে উপযোগী নই"।

আচ্ছা শ্রোতাবন্ধু, এখন শুনবেন আরেকটি গান ' ভ্রমণ'।

আচ্ছা, বন্ধু্রা, এবারের নিয়ে আসছি এ সিরিয়ালের মধ্যকার 'পুষ্পিত জীবন' শিরোনামের একটি গান। গানটি গেয়েছেন ওয়াং ফেং।

গানের কথা এমন:

এর আগে বেশ কয়েকবার পথের মাঝে পড়ে যাচ্ছিলাম। এর আগে বেশ কয়েকবার পাখা ভেঙে ফেলতে চাচ্ছিলাম। এখন আমি আর দিক ভ্রান্ত নই। আমি এ সাধারণ জীবন অতিক্রম করতে চাই।

আমি পুষ্পের মাঝে জীবন কাটাতে চাই। যেন বিশাল আকাশে উড়ছি, যেন সীমাহীন জমি পার হচ্ছি। সব বাধ্য বাধকতাকে ভেঙে ফেলার শক্তি অর্জন করছি।

আচ্ছা শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান এ-পর্যন্তই। গানগুলো আপনার কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমি ওয়াং তানহোং রুবি। আমাদের ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn এবং wangdanhong@cri.com.cn। দয়া করে দুটো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040