Web bengali.cri.cn   
ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ
  2015-03-31 20:39:52  cri

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুমিল্লা উপকেন্দ্রের মাধ্যমে ত্রিপুরা থেকে এ বিদ্যুৎ আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি টাকা। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামাড়ায় স্থাপিত বাংলাদেশ-ভারত আন্তসংযোগ গ্রিডের সক্ষমতা ৫০০ মেগাওয়াট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে একনেক বৈঠকে। এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৪০৪ কোটি টাকা। দুটি প্রকল্পই বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, এ দুটি প্রকল্প ছাড়াও রৌমারি স্থলবন্দর সংলগ্ন সড়ক নির্মাণসহ আরও ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। ৬টি প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ৫২ হাজার ৭৭৮ কোটি টাকা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040