Web bengali.cri.cn   
চীন-রাশিয়া সীমান্তে প্রথম বারের মত যৌথভাবে রেলওয়ে সংস্কার করা হবে
  2015-03-31 20:00:33  cri
মার্চ ৩১: চলতি বছর চীন ও রাশিয়া যৌথভাবে প্রথম বারের মত সুইফেনহো সীমান্ত অঞ্চলে রেলওয়ের সংস্কার করবে, যেনো অন্তর্দেশীয় পরিবহন নিশ্চিত করা যায়।

চীনের হার্বিন শহর রেলওয়েই ব্যুরোর মুদানচিয়াং শাখা ও রাশিয়ার খাবোরোভস্ক ক্রাই শাখা একসঙ্গে এ কাজ সম্পন্ন করবে।

সুইফেনহো এশিয়ার উত্তর-পূবের অর্থনৈতিক অঞ্চলের কেন্দ্রে অবস্থিত। ওই স্থানে একটি রেলওয়ে ও দু'টি সড়ক রাশিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। এ পথে প্রতি বছর পণ্যদ্রব্য পরিবহনের পরিমাণ প্রায় এক কোটি টন। এ অঞ্চলটি চীনের সঙ্গে পূর্ব ও উত্তর এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ সেতু।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040