Web bengali.cri.cn   
এআইআইবি'তে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে কিরগিজস্তান
  2015-03-31 19:59:17  cri
মার্চ ৩১: মঙ্গলবার এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি'র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেয়ার আবেদন জানিয়েছে কিরগিজস্তান। এ পর্যন্ত তুর্কমেনিস্তান ছাড়া মধ্য এশিয়ার পাঁচটি দেশের চারটি এআইআইবিতে যোগ দেয়ার আবেদন জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, চীন কিরগিজস্তানের এআইআইবিতে যোগ দেয়ার আগ্রহকে স্বাগত জানায়। সদস্য দেশগুলোর অনুমতি সাপেক্ষে কিরগিজস্তানকে ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এআইআইবি'র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ঘোষণা দেয়া হবে।

৯ এপ্রিল এআইআইবি'র প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার শেষ দিন। এরপর থেকে যেকোন দেশ বহুজাতিক ব্যাংকটির সাধারণ সদস্য হিসেবে এতে অংশ নিতে পারবে। (ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040