Web bengali.cri.cn   
মিয়ানমারে দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তির খসড়া চূড়ান্ত
  2015-03-31 19:57:59  cri
মার্চ ৩১: মিয়ানমারে দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়ার ব্যাপারে একমত হয়েছে আলোচনারত দু'পক্ষ। সাত দফা আলোচনার পর দু'পক্ষের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হলো। আলোচনায় সরকার পক্ষের প্রতিনিধি উ হলা মং শুয়ে গতকাল (সোমবার) এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন, যথাশীঘ্র সম্ভব আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে।

সাংবাদিক সম্মেলনে সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধি উ নাইং হান থা বলেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার ব্যাপারে মতৈক্য গৃহযুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। তিনি আশা করেন, দেশে সংগ্রামরত সকল সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে এই জাতীয় যুদ্ধবিরতি চুক্তিতে সামিল করা হবে।

উল্লেখ্য, মিয়ানমারে সশস্ত্র সংগ্রামে রত বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত 'জাতীয় যুদ্ধবিরতি সমন্বয় দল' (এনসিসিটি)-র সাথে মিয়ানমার সরকারের 'ইউনিয়ন পিস-ম্যাকিং ওয়ার্ক কমিটি' (ইউপিডাব্লিউসি)-র ৭ দফা আলোচনার পর যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হলো। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040