Web bengali.cri.cn   
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে চীন অন্যান্য দেশের সাথে সহযোগিতা জোরদার করবে: মুখপাত্র
  2015-03-31 19:36:31  cri
মার্চ ৩১: চীন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালযের মুখপাত্র হুয়া ছুন ইন আজ (মঙ্গলবার) পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশে পালিয়ে যাওয়া দুর্নীতিবাজ চীনা নাগরিকদের ধরে আইনের আওতায় আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা-ই চলমান 'অপারেশান স্কাইনেট'-এর লক্ষ্য। বিশ্বের কোনো দেশই দুর্নীতিবাজদের স্বর্গে পরিণত হতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, চীন সরকার সম্প্রতি দুর্নীতি-বিরোধী অভিযান 'অপারেশান স্কাইনেট' চালু করে। এরই মধ্যে এর আওতায় বিদেশে অবস্থানরত সম্ভাব্য চীনা দুর্নীতিবাজদের তালিকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ কয়েকটি দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। (প্রেমা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040