Web bengali.cri.cn   
ইয়েমেন থেকে চীনা নাগরিকদের সুষ্ঠুভাবে সরিয়ে নিয়েছে চীন
  2015-03-31 19:30:01  cri
মার্চ ৩১: মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেং ইয়ানশেং জানিয়েছেন, ইয়েমেন থেকে চীনা নাগরিকদের সুষ্ঠুভাবে সরিয়ে নিয়েছে চীনের নৌবহর।

তিনি বলেন, ইয়েমেনে চীনা নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য এডেন উপসাগর ও সোমালিয়া সমুদ্রে নিয়োজিত চীনা নৌবহর এ কাজ সম্পন্ন করেছে। চীনা দূতাবাস ও কনসুলেটের সাহায্য ১২২ জন চীনা নাগরিক ও ২জন চীনা প্রতিষ্ঠানের বিদেশী কর্মী গত সোম ও মঙ্গলবার সকালে ৪৪৯ জন চীনা নাগরিক ও ৬ জন বিদেশী কর্মীকে নিরাপদে জিবুতি বন্দরে পৌঁছে দেন। তারপর সেখান থেকে ধারাবাহিকভাবে বেসামরিক বিমানে করে স্বদেশে ফিরিয়ে আনা হবে। এ কাজ শেষ হবার পর নৌবহর এডেন উপসাগর ও সোমালিয়ার সমুদ্রে পুনরায় তার দায়িত্বে নিয়োজিত হবে।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040