Web bengali.cri.cn   
দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন পৌঁছেছে সোলার ইম্পালস-২
  2015-03-31 18:22:35  cri

মার্চ ৩১: বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস-২ একনাগাড়ে ২০ ঘণ্টা উড়ে মঙ্গলবার ভোরে চীনের ছোংছিং চিয়াংপেই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মাধ্যমে বিমানটি সাফল্যের সঙ্গে পঞ্চমবারের মতো উড্ডয়ন সম্পন্ন করল।

সোলার ইম্পালস-২ স্থানীয় সময় সোমবার ভোর ৩টায় মিয়ানমারের মান্দালয় থেকে রওয়ানা হয়। বিমানটি পরিচালনা করেছেন 'সোলার ইম্পালস'-এর নির্মাতা সুইজারল্যান্ডের গবেষক বারট্রান্ড পিক্কার্ড। এ যাত্রায় বিমানটি ১৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দেয়। এতে সময় লাগে এবং ২০ ঘণ্টা ২৯ মিনিট।

এক বিবৃতিতে বারট্রান্ড পিক্কার্ড বলেন, চীন হলো বিশ্বের বায়ুশক্তি ও সৌরশক্তি উত্পাদনে বৃহত্তম দেশ।

উল্লেখ্য, চলতি বছর মার্চের শুরুতে সোলার ইম্পালস-২ আবুধাবি থেকে রওয়ানা হয়। ধারণা করা হচ্ছে, ৫ মাসে ১২টি স্থানে যাত্রা বিরতি করে মানব ইতিহাসের প্রথম সৌরশক্তি চালিত বিমান বিশ্ব পরিভ্রমণ শেষ করবে। ইউরেশিয়া, প্যাসিফিক, যুক্তরাষ্ট্র, অ্যাটল্যান্টিক মহাসাগরের ওপর দিয়ে আবারও আবুধাবিতে ফিরবে বিমানটি।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040