Web bengali.cri.cn   
ভারতে গরু হত্যা বন্ধের প্রচেষ্টা সরকারের
  2015-03-31 13:59:48  cri

মার্চ ৩১ : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ ভারতে গরু হত্যা বন্ধে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। গরু হত্যা বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টার ঘোষণাও দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত রোববার ইন্দোরে জৈন ধর্মীয় নেতাদের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। খবর এনডিটিভি এবং রয়টার্সের।

রাজনাথ বলেন, আমাদের দেশে গরু হত্যা চলছে, এটা আমরা কেমন করে মেনে নেব? আমরা এর বিরুদ্ধে একটি ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার সম্প্রতি গরু হত্যা বন্ধে বেশ ততপর হয়েছে। এ কারণে গরু ব্যবসায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। গরু ব্যবসার সঙ্গে দেশটির মুসলিমরাই বেশি সংখ্যায় জড়িত।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ এবং পঞ্চম বৃহত্তম ভোক্তা। এ মাসেই ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য মহারাষ্ট্রে গরু হত্যা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন ঝাড়খন্ড ও হরিয়ানা রাজ্য সরকারও গো-হত্যা বন্ধে কঠোর বিধিনিষেধ জারি করেছে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040