Web bengali.cri.cn   
Basel-এ এসে ঘণ্টা প্রদর্শন
  2015-03-31 11:18:53  cri

 ২০১৫ বিশ্ব ঘণ্টা ও রত্নমণি প্রদর্শনী চলতি মাসে সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলের ব্যাসেল (Basel) শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বৃহত্তম ঘণ্টা প্রদর্শন হিসেবে, ব্যাসেল ঘণ্টা প্রদর্শনীতে প্রতি বছর ৪০টিরও বেশি দেশের দুই হাজারও বেশি প্রদর্শক অংশ নেয়। এখানে প্রায় এক লাখ ক্রেতা হাজির হয়। তাছাড়া আড়াই হাজার আন্তর্জাতিক মাধ্যম এ প্রদর্শনী থেকে প্রতিবেদন করে। চীনের ৩ হাজার ক্রেতা চলতি বছরের বিশ্ব ঘণ্টা ও রত্নমণি প্রদর্শনীতে অংশ নিবে।

সারা দেশে ঘণ্টা তৈরি ও উত্পাদন বিষয়ক ব্যবসায়ীদের জন্য প্রতি বছরের ব্যাসেল ঘণ্টা প্রদর্শনীতে অংশ নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইতালির একটি ব্র্যান্ড U-boat র দায়িত্বশীল ব্যক্তি ভ্যাসারি (Vasari) বলেছেন, তাদের হস্তনির্মিত- সীমিত সংখ্যক ঘড়ি এবার প্রদর্শনীতে আনা হবে।

তিনি বলেন,

"ব্যাসেল ঘণ্টা প্রদর্শনী খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ব্র্যান্ড বা আমাদের মত ব্র্যান্ডের জন্য এটি খুবই প্রয়োজনীয় একটি বার্ষিক ইভেন্ট।"

বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মধ্যে কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, সে সম্পর্কে তিনি বলেন,

"অন্য ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একই ধরনের তথ্যগুলো আমরা এড়িয়ে গেছি। আমরা শুধু নিজের ব্র্যান্ডের প্রতি সজাগ দৃষ্টি রেখেছি। কোন নিয়ম নেই, আমরা নিজের বৈশিষ্ট্যময় ঘড়ি তৈরি করতে পছন্দ করি। যদি লোকদের ভাল লাগে, আমরা খুশি হবো, যদি পছন্দ না করে, তাহলে আমরাও আশা করি তাদের পছন্দের ব্র্যান্ড খুঁজে পাবে। কিন্তু, বাজারের চাহিদা আমাদের মানদণ্ড না।"

ব্যাসেল ঘণ্টা প্রদর্শনীর ৫টি এলাকা রয়েছে। প্রথমটিতে টপ ব্র্যান্ডের ঘড়ি রয়েছে। সেজন্য সবচে জনপ্রিয়। সুইডেন থেকে একজন ঘড়ি-অনুরাগী গত ৩০ বছরে প্রতি বছর ব্যাসেল ঘণ্টা প্রদর্শনীতে অংশ নেয়। তিনি বলেন,

"এখানে সব ঘড়ির ব্র্যান্ড দেখতে পারি আমি। বিশেষ করে প্রথম প্রদর্শনশালাতে। এত বেশি বিশ্ববিখ্যাত ঘড়ির ব্র্যান্ড এখানে রয়েছে যে, তা আমার জন্য বড় উপহার। এখানে অনেক হস্তনির্মিত ঘড়ি আছে, খুবই মূল্যবান। হয়তো শুধু মাত্র ১০টি, অথবা আরো অল্প সংখ্যক ঘড়ি তৈরি করেছে এরা।"

এবারের প্রদর্শনীতে ঐতিহ্যবাহী ঘড়ি ছাড়া ডিজিটাল ঘড়িও রয়েছে। ফ্যাশনেবোল ডিজিটাল ঘড়ি ঐতিহ্যবাহী ঘড়ি বাজারের ওপর কী প্রভাব ফেলবে তাও একটি হট টপিক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040