Web bengali.cri.cn   
পঞ্চম পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র দিবস
  2015-03-31 11:12:04  cri

পঞ্চম পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র দিবস ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। এবার চলচ্চিত্র দিবসের আন্তর্জাতিক মন্তব্য সমিতির প্রেসিডেন্ট হলেন ফ্রান্সের বিশ্ববিখ্যাত পরিচালক লুস বেসন (Luc Besson)। অনুষ্ঠানে প্রায় তিনশ' দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এটি চলতি বছর পেইচিংয়ের বৃহত্তম একটি আন্তর্জাতিক ছবির মহা সম্মেলন। চলচ্চিত্র দিবস চলাকালে সপ্তাহে ৭টি প্রধান অনুষ্ঠান হবে, এগুলো হলো, উদ্বোধনী অনুষ্ঠান, 'থিয়েন থান'পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র ফোরাম, চলচ্চিত্রের বাজার, চলচ্চিত্র কার্নিভাল (Carnival) এবং সমাপনী অনুষ্ঠান। এবার চলচ্চিত্র দিবসের শ্লোগান হলো, 'বসন্তে পেইচিংয়ে দেখবে বিশ্ব সেরা ছবি'।

১৯ মার্চ সকালে পঞ্চম পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র দিবসের সাংগঠনিক কমিটি এবার দিবসের বিচারক তালিকা প্রকাশ করেছে। এতে রয়েছে ফ্রান্সের বিশ্ববিখ্যাত পরিচালক লুস বেসন (Luc Besson), চীনের হংকংয়ের বিখ্যাত পরিচালক ছেন খে সিন, চীনের বিখ্যাত অভিনেত্রী চৌ সুন ইত্যাদি।

পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র দিবসের সাংগঠনিক কমিটির উপ-সচিব চিয়াং সিয়াও কুয়াং বলেন,

রেকর্ড ১

৫০টি দেশ ও অঞ্চলের এক হাজারও বেশি ছবির মধ্যে আমরা প্রায় তিনশ' চমত্কার চলচ্চিত্র এবার দর্শকদের জন্য বাছাই করেছি। এর মধ্যে চীনা ছবি ১২০টি। এটি চলতি বছরে পেইচিংয়ের আন্তর্জাতিক ছবির মহাসম্মেলন। ৭টি প্রধান অনুষ্ঠানের চলচ্চিত্র পরিদর্শন পর্বে আমরা বিখ্যাত পরিচালক Luc Bessonর বিভিন্ন যুগের ভাল ছবি প্রস্তুত করেছি। Luc Bessonর অনুরাগীরা খুবই খুশী হবে। Luc Besson ছাড়া অন্য বিশ্ববিখ্যাত দেশি-বিদেশী পরিচালকদের সেরা চলচ্চিত্রও দেখতে পারবে দর্শকরা। আশা করি চীনা দর্শকরা এতে সন্তুষ্ট হবে।

আসলে বয়সী ভিন্ন হলে তাদের পছন্দের ছবি স্টাইলও ভিন্ন। চীনের চলচ্চিত্র মহলের উন্নয়ন চাইলে বিভিন্ন ক্ষেত্রের প্রচেষ্টা দরকার হবে। এবার চলচ্চিত্র দিবসে প্রধান ৩ধরণের চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথমত শিল্প বিষয়ক চলচ্চিত্র, এ রকমের ছবির একটি বৈশিষ্ট্য হলো, তা অধিকাংশ দর্শক দেখার পর একটু বিষণ্ণ অনুভব করে। কিন্তু গভীরভাবে চিন্তার পর চলচ্চিত্র থেকে জীবনের তাত্পর্য অনুভব করতে পারে। এতে দর্শকদের মনোভাবও উচ্চ পর্যায় পৌঁছায়। এধরণের চলচ্চিত্রের অনুরাগী বেশি হয় না, কিন্তু সত্যি ছবি-অনুরাগী অবশ্যই পছন্দ করবে। দ্বিতীয় ধরনের চলচ্চিত্র ' প্রকাশ্য প্রেমিকা'বলা হয়। যা দর্শকদের খুবই আনন্দ দেয়। আর তৃতীয় ধরণের চলচ্চিত্র তা হলো 'সাংস্কৃতিক সেতু'। ছবিগুলোতে বিভিন্ন দেশের বৈশিষ্ট্যময় সংস্কৃতি সম্পর্কে জানতে পারে দর্শকরা।

চলচ্চিত্রের উন্নয়নের জন্য দর্শকদের টেস্টও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক বাণিজ্যিক চলচ্চিত্রের উচ্চ টিকিট কেনার বক্স রেকর্ড আছে, কিন্তু সত্যিই ভালো ছবির অনুরাগী অল্প হয়। সেজন্য সাংগঠনিক কমিটিও আশা করছে, এবার অনুষ্ঠানের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে দর্শকদের ধরে রাখবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040