0321music
|
আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বিখ্যাত শিল্পী আসিফ আকবরের গান শোনাবো। তবে তার আগে এই শিল্পীর কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো, কেমন?
আসিফ আকবর বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধাঁচের সঙ্গীত শিল্পী। তিনি তার সুরেলা কন্ঠের জন্য দেশ বিদেশে বিশেষভাবে সুপরিচিত। তিনি ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম 'ও প্রিয়া তুমি কোথায়'-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'আমারই ভাগ্যে তোমারই নাম'
আসিফ বাংলাদেশের কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের রণ এবং রুদ্র নামে দুটি সন্তান রয়েছে।
২০০১ থেকে ২০০৬ পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ।
আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসাথে আসিফ আকবরের কণ্ঠে কয়েকটি সুন্দর গান শুনবো।
......
বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারা'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। আপনারা শুনছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী আসিফ আকবের গান।
.....
প্রিয় শ্রোতা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি আপনাদেরই প্রিয় বন্ধু আমি মুক্তা। চাই চিয়েন। (মুক্তা/টুটুল)