Web bengali.cri.cn   
'রঙিন ইউননান, সৃজনশীল ইউননান'-২৪ জানুয়ারী
  2015-03-28 20:01:18  cri

সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

প্রিয় শ্রোতা, 'রঙিন ইউননান, সৃজনশীল ইউননান' সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি খুনমিং শহরের জাতীয় বিজ্ঞাপন শিল্প উদ্যানে আয়োজিত হয়। কুয়াংচৌয় ভারতের কনসল জেনারেল, খুনমিংয়ে ক্যাম্বোডিয়া, মিয়ানমার ও লাওসের কনসল জেনারেল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সরকারি কর্মকর্তাবৃন্দ এবং চীন ও ভারতের শিল্প-প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ বিশেষ সপ্তাহ দেশি-বিদেশি বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিল্প-প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে।

কুয়াংচৌয় ভারতের কনসল জেনারেল নাগরাজ নাইডু আশা করেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে পরমোত্কৃষ্ট বৈজ্ঞানিক শিল্পকর্ম দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রচার-প্রসার পাবে এবং এতে দক্ষিণ এশিয়ায় বৈজ্ঞানিক গবেষণার মান উন্নত হবে। এ ছাড়া, বৈজ্ঞানিক ক্ষেত্রে ভারতের সাথে চীনের সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন,

(রে ১)

'দু'দেশের সম্পর্ক উন্নত করবে—এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। 'বিজ্ঞান সপ্তাহ' একটি নতুন ধারণা। একে স্বাগত জানাতে হয়। এ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা মাত্র যাত্রা শুরু করলেও, আমরা এরই মধ্যে অনেক সৃজনশীল সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছি।"

জানা গেছে, ভারতের জিডিপির ৬৫ শতাংশ আসে পরিষেবা খাত থেকে। সেবা-ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নকেই মডেল হিসেবে নিয়েছে ভারত। বিজ্ঞান হল সেবাশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য ভারতের বিজ্ঞানশিল্প বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। ভারত সরকার দেশি-বিজ্ঞানি শিল্পের উন্নয়ন, বিদেশি সৃজনশীল ডিজাইন ও এ ক্ষেত্রের পারদর্শী কর্মী তৈরীর প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দেয়। ভারতের দত্তদত্ত ভিডিও এডভার্টাইজিং অ্যান্ড অ্যাড ফিল্মস্-এর পরিচালক রাজেশ শর্মা ভারতের সৃজনশীল শিল্পের সমর্থনকারী নীতির প্রশংসা করেন। তিনি বলেন,

(রে ২)

ভারত সরকার পুরোপুরিভাবেই বিজ্ঞানের উন্নয়নকে সমর্থন করে। চীন সরকারও বিজ্ঞান উন্নয়ন সমর্থন করে। আসলে দক্ষ কর্মী তৈরীর প্রশিক্ষণ হল সৃজনশীল শিল্পের উন্নয়নের ভিত্তি।"

বিজ্ঞানশিল্প উন্নয়নের পাশাপাশি এ ক্ষেত্রে দক্ষ কর্মীর প্রয়োজন দিন দিন বাড়ছে। সেজন্য ভারতের অনেক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রশিক্ষণও চালু হয়েছে। কলকাতা মিডিয়া ইনস্টিটিউটের বিজ্ঞান বিভাগের অধ্যাপক সন্দিপ চৌধুরী বলেন, ভারতে বিজ্ঞান বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে অনেক জনপ্রিয়। আশা করি, চীনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক্ষেত্রে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা বাড়বে। তিনি আরো বলেন,

(রে ৩)

"ভারতের বিজ্ঞানী সংস্থা বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেয়। এটি হল বিজ্ঞান শিক্ষার প্রধান পদ্ধতি। কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিষয়ের ওপর গুরুত্ব দেয়। ভারতে অনেক ছাত্রছাত্রীর বিজ্ঞান নিয়ে আগ্রহ রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যলয় তিন বছরের স্নাতক কোর্স এবং মাস্টার কোর্স চালু করেছে।"

ভারতের বাণিজ্য সমিতির চেয়ারম্যান এন. কে. গয়াল আশা করেন, দু'দেশ যৌথভাবে সৃজনশীল শিল্প উন্নয়ন করবে এবং দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। তিনি আরো বলেন,

(রে ৪)

"আমরা খুনমিংয়ের কোনো কোনো বিশ্ববিদ্যালয় ও সংস্থার সঙ্গে সহযোগিতা করতে চাই। আমরা এসব বিশ্ববিদ্যালয় ও সংস্থাকে প্রযুক্তিগত সমর্থন ও উন্নয়নের প্ল্যাটফর্ম সরবরাহ করতে চাই। আমরা বিশ্বাস করি, এ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ফলপ্রসূ হবে।"

চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বিজ্ঞান ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে পারে। এবারের বিজ্ঞান সপ্তাহ-এর আয়োজক সংস্থা মোলিন আন্তর্জাতিক বাণিজ্য কোম্পানির জেনারেল ম্যানিজার মোলিন বলেন,

(রে ৫)

"এবারের বিজ্ঞান সপ্তাহের আয়োজন চীনের ইউননান ও ভারতের পশ্চিমবঙ্গ অর্থনৈতিক সহযোগিতা ফোরাম তথা কে২কে ফোরামের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ফোরামে চীন-ভারত সৃজনশীল শিল্প সহযোগিতা স্মারকলিপি স্বাক্ষরিত হয়।"

ভারত দক্ষিণ এশিয়ায় ইউননান প্রদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইউনান প্রদেশ হল চীনের সাথে দক্ষিণ এশীয় দেশগুলোর সহযোগিতার সেতু। নাগরাজ নাইডু বলেন,

(রে ৬)

"ইউননানে আয়োজিত অনেক অনুষ্ঠানের মাধ্যমে ভারত এ প্রদেশসহ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগ বাড়িয়েছে। আমরা দু'পক্ষের সহযোগিতা আরো বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবো।"

গান

বন্ধুরা, শুনছিলেন ইউননান প্রদেশে আয়োজিত 'রঙিন ইউননান, সৃজনশীল ইউননান' শীর্ষক বিশেষ সপ্তাহ পালনসম্পর্কিত একটি আলোচনা। এবার আপনাদের চিঠিপত্র নিয়ে বসবার পালা।

বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী তার ইমেলে লিখেছেন, মুক্তা আপু শিশির ভেজা সরিষা ফুলের শুভেচ্ছা নিবেন। দীর্ঘদিন যাবত আমার সি আর আই এর সাথে পথ চলা। সুদীর্ঘ ১৫ বছর ধরে সি আর আইকে ভালবেসে তার মায়ার জালে জড়িয়ে সেতুবন্ধন তৈরি করে যোগাযোগ রেখে আসছি। আমার জীবনে জ্ঞান ও বিনোদনের সঙ্গী হিসাবে সি আর আইকে পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। সি আর আইকে জীবন চলার পথে পেয়ে আজ আমার জীবন আলোকিত। চিঠি, ই-মেইল লিখতে লিখতে আমি যেন সি আর আই-এর একটি অংশ হয়ে গেছি। আমার জীবনের পড়তে পড়তে সি আর আই-এর স্মৃতি জড়িয়ে আছে। সি আর আই-এর প্রতিটি মানুষের সাথে আমার জীবনের স্মৃতি জড়িয়ে আছে। আমি যেমন আমার জীবনকে ভালবাসি, তেমনি আমি সি আর আইকে ভালবাসি। মনের ডায়রিতে সি আর আই-এর স্মৃতি খুব যতন করে লিখে রেখেছি। এ স্মৃতি কোনদিন হারিয়ে যাবে না। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সিআরআই আমার সঙ্গে থাকবে। সিআরআই-এর সাথে আমি যোগাযোগ রেখে যাবো। সিআরআই এগিয়ে চলুক, সাফল্যের শীর্ষে বেয়ে উঠুক সকল শ্রোতার মন জয় করে। এই আমার শুভ কামনা।

বন্ধু মোঃ সোহাগ বেপারী, আপনার ইমেল আমাদেরকে অনেক মুগ্ধ করে। আপনি অনেক আবেগ দিয়ে চিঠি লিখেছেন। আপনার ইমেল পড়ে আমাদের জন্য আপনার ভালোবাসা আমি উপলব্ধি করতে পারি। আপনাকে ধন্যবাদ। আমরা শ্রোতাদেরকে মন জয় করা মতো অনুষ্ঠান তৈরির চেষ্টা অব্যাহত রাখবো, কথা দিচ্ছি।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মানিক উল্লাহ তার ইমেলে লিখেছেন, প্রিয় মুক্তা আপু, হাজারো ফুলের শুভেচ্ছা নেবেন। মুক্তা আপু, পুরনো বছর ২০১৪ সালে যেমন সিআরআই-এর পাশে ছিলাম, ঠিক তেমনি ২০১৫ সালে এসেও সিআরআই-এর পাশে আছি। শুধু আমি একা না! আমার ক্লাবের সকল সদস্যদের নিয়ে প্রতিদিন সিআরআই-এর উঠোনে হাজির হই। সিআরআই হতে প্রচারিত সকল অনুষ্ঠান আমাদের অনেক ভাল লাগে। আর এ জন্যই সিআরআই-এর প্রতি আমাদের এই ভালবাসা। আশা করি যত দিন বেঁচে আছি তত দিন আমার ক্লাবের সকল সদস্যদের নিয়ে সিআরআই-এর পাশে থাকবো। পরিশেষে সিআরআই এর সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রোতা, শুভাকাংখীদের শুভ কামনা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

বন্ধু মোঃ মানিক উল্লাহ, আপনাকে আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। শ্রোতাদের উত্সাহে আমরা আরো আকর্ষণীয় অনুষ্ঠান তৈরি করতে পারবো বলে আশা করি। আপনাকে ইমেলে লেখার জন্য আবারো ধন্যবাদ জানাই।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার করতোয়া মিউজিক বেতার শ্রোতা সংঘের সম্পাদিকা মোছাঃ খাদিজা সুলতানা তার ইমেলে লিখেছেন: প্রিয় ভাইয়া ও আপু, পত্রের শুরুতেই জানাই সরিষা ফুলের শুভেচ্ছা। প্রাণপ্রিয় মুক্তা আপু, কেমন আছেন? আমি আপনাদের এক নিয়মিত শ্রোতা। আপনাদের প্রচারিত অনুষ্ঠান আমার কাছে ভীষণ প্রিয় এবং নিয়মিত শুনে থাকি। গত ১২.১.২০১৫ তারিখে 'সুরের ধারায়' অনুষ্ঠানে বাংলাদেশের কন্ঠশিল্পী ফরিদা পারভীনকে নিয়ে আলোচনায় তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। ফরিদা পারভীনের গাওয়া লালন গীতি আমার মন ছুয়েছে।

বন্ধু মোছাঃ খাদিজা সুলতানা, আপনাকে ধন্যবাদ। ফরিদা পারভিনের গান আমারও পছন্দ। তিনি লালনগীতির শ্রেষ্ঠ বাংলাদেশি শিল্পী। আশা করি আপনি নিয়মিত আমাদের মতামত দেবেন।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার ইমেলে লিখেছেন: মুক্তা আপু, নববর্ষের আন্তরিক সালাম ও শুভেচ্ছা নেবেন। "শুভ নববর্ষ"। নববর্ষ উপলক্ষে আপনাদেরকে ও আপনাদের পরিবারের সকলকে এবং প্রিয় শ্রোতা ভাই-বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবার সুখী পরিবার ও সুন্দর জীবন কামনা করি। নতুন বছরে সবাই সুস্থ থাকবেন। প্রতি মুহূর্ত অত্যন্ত আনন্দে কাটুক। সুখ, শান্তি, উন্নয়নমূলক নতুন সমাজ গড়ে উঠুক। নবীন মনে নতুন গানে-নতুনকে করো বরণ, নবীন আলোকে নব আলোকে-শুভ হোক নববর্ষের আগমন। বছর শেষে ঝরা পাতা বলল উঠে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে; নতুন বছর এলো তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সফল করে ভীষণ ভালো থেকো। তুমি কি দেখেছ নীল আকাশ আজ সেজেছে নতুন রঙে, তুমি কি শুনেছ ভ্রমরেরা আজ গাইছে নতুন মনে। গুনগুন রবে আজি আমি বলি তাদেরই মতন করে, নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসা রইলো সকলের তরে। অনেক অনেক ভালো আর সুন্দর থাকবেন। চায় চিয়েন।

বন্ধু মহ: হাফিজুর রহমান, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও চাই সবাই নতুন বছরে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি, আপনি নতুন বছরেও নিয়মিত আমাদের লিখবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040