Web bengali.cri.cn   
'এক অঞ্চল এক পথ' সংক্রান্ত 'ভিশন ও কর্মসূচি' প্রকাশিত
  2015-03-28 17:41:11  cri
মার্চ ২৮: শনিবার 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল ও একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ সংক্রান্ত ভিশন ও কর্মসূচি' প্রকাশ করা হয়েছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ 'ভিশন ও কর্মসূচি' প্রকাশিত হলো।

'ভিশন ও কর্মসূচি' অনুযায়ী, 'এক অঞ্চল এক পথ' প্রকল্প এশিয়া ও ইউরোপ মহাদেশের আওতাভুক্ত রয়েছে। 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল' প্রকল্পের মাধ্যমে চীন-মধ্য এশিয়া-রাশিয়া-ইউরোপের পথ, চীন-মধ্য এশিয়া-পশ্চিম এশিয়া-পারস্য উপসাগর-ভূমধ্যসাগর এবং চীন-দক্ষিণ পূর্ব এশিয়া-দক্ষিণ এশিয়া-ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে। 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' প্রকল্পের মাধ্যমে চীনের বন্দর-দক্ষিণ চীন সাগর-ভারত মহাসাগর ও ইউরোপ সংযুক্ত হয়েছে।

'এক অঞ্চল এক পথ' প্রকল্পের মধ্যে সংশ্লিষ্ট দেশের মধ্যে নীতিগত আলোচনা, অবকাঠামোগত যোগাযোগ, বাণিজ্য সংযুক্ত, অর্থ সংগ্রহ এবং জনসাধারণের লেনদেনের বিষয় রয়েছে।

নীতিগতভাবে সরকারি পর্যায়ের সহযোগিতা জোরদার করে প্রকল্পের জন্য নীতিগত সমর্থন দেওয়া উচিত।

অবকাঠামোর দিক থেকে এশিয়া ও ইউরোপের সংযুক্তির জন্য নেটওয়ার্ক তৈরি করা উচিত।

বাণিজ্যের দিক থেকে অবাধ বাণিজ্য অঞ্চল তৈরির মাধ্যমে আরো সুবিধাজনক ব্যবস্থা গড়ে তোলা উচিত।

অর্থনৈতিক দিক থেকে এশিয়া অঞ্চলের মুদ্রা বিনিময় ব্যবস্থা, অর্থ সংগ্রহ ও ঋণ ব্যবস্থা গড়ে তোলা উচিত।

জনসাধারণের দিক থেকে শিক্ষার্থী বিনিময় ও পর্যটন খাতের সহযোগিতা জোরদার করা উচিত।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040