Web bengali.cri.cn   
চার দৃষ্টিভঙ্গি থেকে 'অভিন্ন লক্ষ্যের জন্য সমৃদ্ধ জোট' প্রতিপাদ্যের ব্যাখ্যা দিয়েছেন সি চিন পিং
  2015-03-28 16:00:52  cri
মার্চ ২৮: এবারের বোয়াও এশিয়া ফোরামের প্রতিপাদ্য বিষয় হলো, 'এশিয়ার নতুন ভবিষ্যৎ-অভিন্ন লক্ষ্যের জন্য সমৃদ্ধ জোট'। আজ (শনিবার) উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চারটি দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা দিয়েছেন।

সি চিন পিং বলেন, মানব জাতির জন্য শুধুমাত্র একটি পৃথিবী আছে। পৃথিবী ভালো থাকলে এশিয়া অঞ্চল ভালো থাকতে পারে। একইভাবে এশিয়া ভালো থাকলে গোটা পৃথিবী ভালো থাকবে। এশিয়ার অভিন্ন লক্ষ্যের জন্য সমৃদ্ধ জোট গঠনের মাধ্যমে মানব জাতির অভিন্ন যোগাযোগ বাড়ানো যায়।

তিনি বলেন, 'অভিন্ন লক্ষ্যের জন্য সমৃদ্ধ জোট' গঠন হলো, বিভিন্ন দেশের পারস্পরিক সম্মান ও ন্যায্য আচরণ করা। বিভিন্ন দেশের নিজের মতো করে সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের পথ বেছে নেয়ার অধিকারকে সম্মান করা উচিত। এশিয়ার শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিস্থিতি এবং সুষ্ঠু উন্নয়ন প্রবণতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট।

'অভিন্ন লক্ষ্যের জন্য সমৃদ্ধ জোট' গঠন হলো, যৌথ সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন করা। নিজের উন্নয়ন ও স্বার্থ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে অন্যদের উন্নয়নের ইচ্ছাও রক্ষা করা উচিত। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, রাজনীতি, নিরাপত্তা এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রেও উভয়ের উন্নয়নের নীতি প্রয়োগ করা উচিত।

'অভিন্ন লক্ষ্যের জন্য সমৃদ্ধ জোট' গঠনের অর্থ অভিন্ন, বহুমুখী, সহযোগিতামুলক ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান বিশ্বে নিরাপত্তার অর্থ আরো সম্প্রসারিত হয়েছে। বিভিন্ন জাতির জনগণ কেউ নিজের মতো থাকতে পারে না। তাই সবার জন্যই একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করা উচিত।

'অভিন্ন লক্ষ্যের জন্য সমৃদ্ধ জোট' গঠন করার অর্থ বিভিন্ন সংস্কৃতির মধ্যে সহনশীল থাকা এবং পরস্পর কাছ থেকে শেখা। ঐতিহাসিকভাবে এশিয়ার বিভিন্ন দেশ সমৃদ্ধ ও বিচিত্র সংস্কৃতি ও সভ্যতা সৃষ্টি করেছে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে সমঝোতা ও লেনদেন বাড়ানোর মাধ্যমে মানব জাতির অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040