Web bengali.cri.cn   
বোয়াওতে চীন-আসিয়ান মেয়র সংলাপে 'যৌথ বিবৃতি' স্বাক্ষরিত
  2015-03-27 19:35:12  cri
মার্চ ২৭: চীনের গণ বৈদেশিক মৈত্রী পরিষদ ও হাইনান প্রদেশের পৌর সরকারের যৌথ উদ্যোগে 'চীন-আসিয়ান মেয়র সংলাপ' আজ (শুক্রবার) সকালে হাই নান প্রদেশের বোয়াওতে শুরু হয়েছে।

চীন ও আসিয়ানের ১৬টি প্রদেশ ও শহরের দায়িত্বশীল কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, কমনওয়েলথের চালিকাশক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংলাপ ও আলোচনা করেন এবং অনেক মতৈক্যে পৌঁছান। সংলাপের পর বিভিন্ন পক্ষ এক 'যৌথ বিবৃতি' স্বাক্ষর করেন।

অংশগ্রহণকারীরা মনে করেন, আঞ্চলিক সহযোগিতা হলো দেশের মধ্যে সবচেয়ে বস্তুগত ও মৌলিক স্তরের সহযোগিতা, তা দেশের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। চীন ও আসিয়ানের সম্পর্ক বহু বছর ধরে সফলভাবে উন্নত হয়েছে, ভবিষ্যতেও দু'পক্ষের সহযোগিতা আরো গভীর ও সম্প্রসারিত হবে। চীন-আসিয়ানের অভিন্ন ভাগ্য প্রতিষ্ঠা করা এবং একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথের নির্মাণে বিভিন্ন পক্ষের অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন তাঁরা। (সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040