Web bengali.cri.cn   
ভ্রমণের সঙ্গীত
  2015-03-30 19:44:20  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা। চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আমি জানি, যতক্ষণ 'সুরের ধারায়' আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সঙ্গেই থাকবেন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে 'ভ্রমণের সময় শুনলে বেশ ভালো লাগবে'-- এমন কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন একটি সুন্দর গান, গানের নাম yesterday she didn't। গেয়েছেন মার্কিন কন্ঠশিল্পী গার্ফ মরলিক্স (gurf morlix।)

হ্যাঁ, প্রিয় শ্রোতা, ছুটি নিয়ে নিজের প্রিয় বা স্বপ্নের জায়গায় ঘুরে বেড়ানো সত্যি অনেক আনন্দের ব্যাপার। তাড়াহুড়া করে অনেক জায়গা ঘুরে বেড়ানোর দরকার নেই, কুঁড়ে বিড়ালের মত প্রিয় জায়গার সূর্যের তাপ অনুভব করাও অনেক সুখের ব্যাপার, তাই না? তাহলে এখন শুনুন 'অলস গান' (the lazy song) নামে একটি গান, গেয়েছেন মার্কিন কন্ঠশিল্পী ব্রুনো মারস্ (Bruno mars।)

প্রিয় শ্রোতা, আপনারা কি কখনো নিখুঁত প্রেমের কথা ভেবেছেন? নিখুঁত প্রেম কী রকমের? এ প্রশ্নের উত্তর একেক জন একেক রকমের দেবেন এটাই স্বাভাবিক। তবে যদি এমন কেউ থাকে যার সঙ্গে গোটা বিশ্ব ঘুরে বেড়ালেও বিরক্তি উত্পন্ন হয় না, তাহলে কি বলা যায় যে তার প্রতি আপনার নিখুঁত প্রেম আছে? আমার তো তাই মনে হয়। আপনার? চলুন শোনা যাক 'নিখুঁত প্রেম' (perfect kind of love) গানটি। গেয়েছেন মার্কিন কন্ঠশিল্পী কিম ডিভাইন (kim divine।)

প্রিয় শ্রোতা, ছুটি, সুন্দর দৃশ্য, সুন্দর আবহাওয়া, স্থানীয় বৈশিষ্ট্যময় সুস্বাদু খাবার, আর সুন্দর আবহাওয়া--এসব উপাদান নিখুঁত ভ্রমণের জন্য অপরিহার্য। কী বলেন? এখন শুনুন "সুন্দর আবহাওয়া" নামের একটি চীনা গান। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী উই লি আন।

এখন শুনুন 'তোমার হৃদয় নিয়ে' (all about your heart) নামের একটি খুব সুন্দর এবং মনমুগ্ধকর গান। হ্যাঁ, আনন্দ-বেদনা ভরা আমাদের সময়গুলো কিন্তু শেষ পর্যন্ত চলেই যায়। জীবনে কষ্ট থাকবে, থাকবে আনন্দও। তাহলে কেন আমরা আনন্দভরা উজ্জ্বল সময়গুলোর কথা মনে রাখবো না? মোটামুটি এ কথাগুলোই বলার চেষ্টা করা হয়েছে গানটিতে। চলুন গানটি শুনি। গেয়েছেন মার্কিন কন্ঠশিল্পী মাইন্ডি গ্লেডহিল (mindy gledhill।

প্রিয় শ্রোতা, মাঝে মাঝে ছোটবেলার কথা স্মরণ করা খুব মজার ব্যাপার। ছোটবেলায় তো আর ফিরে যাওয়া যাবে না, কিন্তু তখনকার কথা মনে করে আমরা আনন্দ পেতে পারি। যাদের বয়স হয়েছে, তারা আবার যৌবনের দিনগুলির কথা ভেবে সুখ পেতে পারেন। চলুন শুনি গান "তখনকার আমি"। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী লিউ সি চুন।

শ্রোতারা, আপনাদের অনেকেই চীনে কখনই আসেননি। চীনের শীতকাল কিন্তু অনেক সুন্দর। এখানে শীতে তুষার পরে, সাদা তুলোর মতো তুষার। শীতকালে যখন চীনের কোনো অঞ্চল তুষারে ঢেকে যায়, তখন তাকে মনে হয় রূপার দেশ। এখন আমরা শুনবো একটি শীতকালের গান। গানের নাম 'আমার হৃদয়ে শীতকাল' (winter in my heart)। গেয়েছেন সঙ্গীতব্যান্ডস 'বিফোর' ( befour)।

প্রিয় শ্রোতা, সুন্দর গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। তবে যাওয়ার আগে আপনাদেরকে শোনাতে চাই আরেকটি সুন্দর গান, গানের নাম "আকাশে তোমার কথা মনে পড়ে"। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী লিউ রো ইং।

আজকের 'সুরের ধারায়' তাহলে এ পর্যন্তই । আবারো কথা হবে, শোনা হবে গান। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়েন। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040