Web bengali.cri.cn   
'ইউরোপীয় ও আমেরিকান'
  2015-03-27 15:15:22  cri

'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই শুনবেন ব্রিটেনের তরুণ গায়ক John Newmanর গাওয়া Gold Dust গানটি। আশা করি আপনারা ভীষণ পছন্দ করবেন গানটি।

মনে আছে বন্ধুরা? আগের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠানে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গীত প্রতিযোগিতা The Voice'র নাম উল্লেখ করেছি, তাইনা? হ্যাঁ, আজও সে অনুষ্ঠানের একজন গায়কের গান শোনাবো আপনাদেরকে। আর এ গানের নাম হচ্ছে Eye of the Pyramid।

Fly me to the moon গানটি ১৯৫৪ সালে প্রকাশিত হয়। এ গানটি প্রথম যিনি গেয়েছেন তার নাম হলো Peggy Lee । তারপর অনেক গায়ক-গায়িকা Fly me to the moon গানটি আবার গেয়েছেন। খুবই সুন্দর একটি গান। তাহলে এখন শুনুন আমার প্রিয় দু'জন গায়ক-গায়িকার গাওয়া Fly me to the moon।

বন্ধুরা, আগামী সপ্তাহে ছুটি, কি করবেন আপনারা? চলুন, একসাথে শুনি Here comes the weekend গানটি।

Jessie J গত কয়েক বছর ধরে খুবই জনপ্রিয়। তিনি আমার খুবই প্রিয় একজন ব্রিটিশ গায়িকা। এখন শুনুন তার গাওয়া Hero গানটি।

অনেক গান শুনেছেন, তাইনা? আচ্ছা বন্ধুরা,আপনারা কি rap গান শুনতে আগ্রহী? আমি বিশ্বাস করি High road গানটি ভীষণ ভালো লাগবে আপনাদের।

আপনারা নিশ্চয়ই Green Day'র নাম শুনেছেন,তাইনা? খুবই বিশেষ একটি সঙ্গীত ব্যান্ড। তাহলে শুনুন তাদের বিখ্যাত একটি গান Holiday।

Sex and the City হচ্ছে একটি হট মার্কিন টিভি নাটক। কয়েক বছর আগে Sex and the City নামক একটি চলচ্চিত্র প্রকাশিত হয়। এই চলচ্চিত্রের It's amazing গানটি খুবই জনপ্রিয়। তাহলে শুনুন এ গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040