Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2015-03-27 15:06:51  cri
মার্চ ২৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পেইচিং সফররত কাজাখস্তানের প্রধানমন্ত্রী করিম কাজিমকানুলি মাসিমোভ। আজ (শুক্রবার) পেইচিং মহা গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বোয়ও এশীয় ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেয়ার জন্য মাসিমোভকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট সি। তিনি বলেন, চীন ও কাজাখস্তানের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের দ্রুত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা অভূতপূর্ব পর্যায়ে দাঁড়িয়েছে। দু'দেশের জনগণের কল্যাণ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখার জন্য দু'পক্ষের উচিত নীতিগত যোগাযোগ এবং পারস্পরিক কৌশলগত আস্থা জোরদার করা।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও কাজাখস্তান উভয়েই উন্নয়ন জোরাল করার সময় এখনই। জ্বালানি সহযোগিতা দু'দেশের অভিন্ন স্বার্থ গভীরতর করার সুযোগ এনে দেবে। এর মাধ্যমে দু'পক্ষের রেশম পথ সংক্রান্ত অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার সমঝোতা স্মারক বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ প্রকল্পের সহযোগিতা জোরদার এবং আর্থিক সহযোগিতা এগিয়ে নিতে হবে।

মাসিমোভ বলেন, কাজাখস্তান ও চীনের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক দু'পক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনা প্রেসিডেন্ট সি'র উত্থাপিত 'রেশম পথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা' এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট নাজারবায়েভ উত্থাপিত 'দ্যা শাইনিং পাথ' সংক্রান্ত নতুন নীতিমালা'র মধ্যে অনেক মিল রয়েছে। যা দু'দেশের সহযোগিতায় নতুন সুযোগ এনে দিয়েছে। এশীয় অবকাঠামো পুঁজি বিনিয়োগ ব্যাংক, চীন, ইউরোপ ও এশীয় অর্থনৈতিক সহযোগিতা তহবিল, রেশম পথ তহবিলসহ বিভিন্ন মাধ্যমে চীনের সঙ্গে সহযোগিতা করতে তাঁর দেশ আগ্রহী বলেও জানান তিনি।(ওয়াং হাইমান/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040