Web bengali.cri.cn   
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ অঞ্চল নির্মাণের সুযোগ পরিপক্ব হচ্ছে
  2015-03-26 19:09:22  cri
মার্চ ২৬: বোয়াও এশিয়া ফোরাম-২০১৫ বার্ষিক সম্মেলনে প্রকাশিত 'এশিয়ার প্রতিদ্বন্দ্বিতা বিষয়ক ২০১৫ সালের বার্ষিক রিপোর্টে' বলা হয়, বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ অঞ্চল নির্মাণের সুযোগ ধাপে ধাপে পরিপক্ব হচ্ছে।

প্রথমত, বর্তমানে বিশ্বের অর্থনীতির ধরনে গভীর পরিবর্তন ঘটছে। নবোদিত অর্থনৈতিক সত্তা দিন দিন বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হচ্ছে। বিশেষ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের অর্থনীতির শক্তি অব্যাহতভাবে বাড়ছে। যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ অঞ্চল নির্মাণের কাজ শুরুর দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

দ্বিতীয়ত, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির একীকরণের সঙ্গে সঙ্গে অবাধ অঞ্চল নির্মাণ খুব প্রয়োজন।

তৃতীয়ত, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নানা ধরনের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় এবং উপঅঞ্চলীয় অবাধ অঞ্চল স্থাপন করা হয়, অথবা নানা ধরনের অবাধ অঞ্চলের নির্মাণ কাজ সম্পর্কে আলোচনা চলছে। এসব অবাধ অঞ্চল এবং অবাধ অঞ্চল সম্পর্কিত চুক্তি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্মাণ কাজের জন্য সাংগঠনিক অবকাঠামো যুগিয়েছে। এসব ভিত্তিতে গোটা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ অঞ্চল নির্মাণ করা যায়। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040