Web bengali.cri.cn   
'তুমি বুঝতে পারো'
  2015-03-30 19:35:07  cri

আজ শোনাবো চীনের ধ্রুপদি সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক। আশা করি, সবাই পছন্দ করবেন। আচ্ছা, তাহলে শুনুন আজকের প্রথম গান। গানের নাম 'মেই হুয়া সান নুং' । চীনের বিখ্যাত গায়ক চিয়াং ইয়ু হেং এই গানটি গেয়েছেন। ১৯৫৮সালের ১৫ নভেম্বরে চিয়াং ইয়ু হেং জন্মগ্রহণ করেন। আচ্ছা, তাহলে আর কথা নয়; শুনুন জনপ্রিয় এই গানটি।

সঙ্গীত ১

আচ্ছা, প্রিয় বন্ধু, গানটি আপনার কেমন লাগলো? আশা করি, ভাল লেগেছে। এখন আরেকটি সুন্দর গান শোনাবো শ্রোতাদের। গানের নাম 'জুও ইয়ে সিং ছেন'। এটি একটি প্রেমের গান। চীনে এ গানটিও খুবই জনপ্রিয়। চীনের গায়িকা লি লিং ইয়ু এ গানটি গেয়েছেন। ১৯৬৩ সালের ৯ এপ্রিল লি লিং ইয়ু জন্মগ্রহণ করেন। চলুন তার কণ্ঠে শুনি গানটি।

সঙ্গীত ২

প্রিয় শ্রোতা, আশা করি গানটি আপনার ভালো লেগেছে। এখন আমি আমার পছন্দের একটি গান শোনাবো। গানের নাম 'আমরা যেখানে দেখার সুযোগ পেয়েছি'।শুনুন দ্বৈতকণ্ঠে গাওয়া এই গানটি?

সঙ্গীত ৩

আচ্ছা, প্রিয় শ্রোতা, গানটি কেমন লাগলো? আশা করি, ভাল লেগেছে। এখন আমরা একটি সুন্দর আধুনিক গান শুনবো। গানের নাম 'পু জিয়ান পু সান'। চীনের বিখ্যাত গায়ক সুন নান এ গানটি গেয়েছেন। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুন নান জন্মগ্রহণ করেন। শুনুন তাহলে গানটি।

সঙ্গীত ৪

প্রিয় শ্রোতা, শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ওয়াং হাইমান উর্মি। প্রিয় বন্ধু, চীনের ধ্রুপদি গান শুনে আপনার কেমন লাগছে জানিয়ে আমাকে চিঠি লিখতে ভুলবেন না। আমাদের বাংলা বিভাগের ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn আপনি সরাসরি আমার নিজস্ব ই-মেইল ঠিকানায়ও লিখতে পারেন। আমার নিজস্ব ই-মেইল ঠিকানো হলো wanghaiman@cri.com.cn আমার বিশ্বাস, চীনা ভাষা বুঝতে না-পারলেও, আপনারা গানের সুর নিশ্চয় পছন্দ করছেন। আচ্ছা ,এখন শুনুন আরেকটি সুন্দর গান। গানের নাম ' ছিং ছিং হ্য পিয়ান ছাও'। চীনের বিখ্যাত গায়িকা কাও শেং মেই এ গানটি গেয়েছেন।১৯৬৯ সালের ২৭ জানুয়ারি কাও শেং মেই জন্মগ্রহণ করেন। শুনুন তাহলে গানটি।

সঙ্গীত ৫

এখন আমরা যে গানটি শুনবো সেটির নাম 'সিন ইয়ুনইয়াং হুতিয়েই মেং'। তাইয়ানের বিখ্যাত গায়ক হুয়াং আইন এ গানটি গেয়েছেন।১৯৬২ সালের ৮ ডিসেম্বর হুয়াং আইন জন্মগ্রহণ করেন। এখন শুনুন তাঁর গান।

সঙ্গীত ৬

এখন আমি আপনাদের শোনাবো আরেকটি সুন্দর আধুনিক প্রেমের গান। গানের নাম 'তুমি বুঝতে পারো'। শুনুন দ্বৈতকণ্ঠে গাওয়া এই গানটি?

সঙ্গীত ৭

প্রিয় শ্রোতা, শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ওয়াং হাইমান উর্মি। এখন আমরা আরেকটি প্রেমের গান শুনবো। গানের নাম 'তা ইউয়ে চাই তুং চি' বা প্রায় শীতকালে। শুনুন তাহলে গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040