Web bengali.cri.cn   
মালয়েশীয় গায়ক হুয়াং পিন কুয়ান
  2015-03-25 14:33:00  cri


আজকের অনুষ্ঠানে আমরা একজন মালয়েশীয় গায়ক হুয়াং পিন কুয়ান ও তার গানের সঙ্গে পরিচিত হব।

হুয়াং পিন কুয়ান ১৯৭২ সালের ২৬ ফেব্রয়ারি কুয়ালালামপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে তিনি গায়ক কুয়াং লিয়াংয়ের সঙ্গে 'উ ইন লিয়াং ভিন' নামে একটি গ্রুপ প্রতিষ্ঠা করেন। ভক্ত-অনুরাগীরা তাকে 'পিন কুয়ান' বলে ডাকেন।

আসলে যখন পিন কুয়ানের প্রসঙ্গ আসে তখন মনে পড়ে যায় 'উ ইন লিয়াং ভিন' গ্রুপের গানের কথা। গত শতাব্দীর ৯০-এর দশকে এটি ছিল চীনে সবচেয়ে সফল গ্রুপ। গ্রুপের ছেলেরা অনেক সুন্দর গান উপহার দিয়েছেন সংগীত অনুরাগীদের। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা 'উ ইন লিয়াং ভিন' গ্রুপের একটি গান শুনবো। 'করতল' শীর্ষক গানটির একটি কথা এমন: 'তোমার করতল আমাকে দেখাও; দেখতে চাই তোমার হাতে ভালবাসা কী রকম।'

সন্দেহ নেই, পিন কুয়ানের পেশাদার সংগীত জীবনে 'উ ইন লিয়াং ভিন' গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রুপের সদস্য হলেও তাদের অ্যালবামে পাওয়া যায় পিন কুয়ান ও কুয়াং লিয়াংয়ের একক গান। আসলে দু'জনই শ্রেষ্ঠ গায়ক। আচ্ছা, এখন শুনুন পিন কুয়ানের গাওয়া 'দণ্ডপ্রাপ্ত' শীর্ষক একটি গান। এ গানটিও 'উ ইন লিয়াং ভিন'-এর অ্যালবামের অন্তর্ভুক্ত।

২০০০ সালে 'উ ইন লিয়াং ভিন' গ্রুপ ভেঙ্গে যায়। গ্রুপের দু'জন গায়ক নিজেদের পেশাদার হিসেবে ব্যস্ত রাখেন গানের জগতে। 'উ ইন লিয়াং ভিন' ছাড়া, পিন কুয়ানের সঙ্গে দ্বৈতকণ্ঠে অন্য গায়িকার গানও আমার ভালো লাগে। মালয়েশিয়ার গায়িকা লিয়াং চিং রু পিন কুয়ানের ভাল বন্ধু এবং দুজন দ্বৈতকণ্ঠে গেয়েছেন 'এ কথা ঠিক যে আমি তোমাকে ভালবাসি' শীর্ষক একটি সুন্দর গান। শুনুন তাহলে গানটি।

'Way Back Into Love'হল মার্কিন চলচ্চিত্র Music and Lyrics-এর একটি গান। চলচ্চিত্রে প্রধান অভিনেতা ও অভিনেত্রী এ গানে লিপ্সিং করেছেন। চলচ্চিত্রটি জনপ্রিয় হয়ে উঠার সাথে সাথে এ গানটিও জনপ্রিয়তা পায়। পিন কুয়ান ও লিয়াং চিং রুও এ গানটি গেয়েছেন। 'এ কথা ঠিক যে আমি তোমাকে ভালবাসি' গানের তুলনায় এটি যেন আরও মিষ্টি। আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।

আমার একজন বিশ্ববিদ্যালয় সহপাঠী পিন কুয়ানের গান অনেক পছন্দ করে এবং তার প্রভাবে আমিও ভিন কুয়ানের অনেক গান শুনেছি।

তার গাওয়া 'মেয়েরা আমাকে যা শিখিয়ে দেয়' গানটি আমার প্রিয় একটি গান। ২০০৮ সালে প্রকাশিত পিন কুয়ানের ব্যাক্তিগত অ্যালবামের প্রধান গান এটা। যাকে আমরা সারা জীবনের সাথী মনে করি, সে হয়তো একিদন আমাকে ছেড়ে চলে যাবে; কিন্তু যার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি, সে আমার সঙ্গে সারা জীবনই থাকে। মোটামুটি এই হচ্ছে গানের কথা। শুনুন তাহলে গানটি।

পিন কুয়ানের চেহারা একজন স্নেহশীল পুরুষে চেহারা। তার গানও তার চেহারার মতো মিষ্টি। তিনি একজন বন্ধুর মতো গানের মাধ্যমে আমাদের মনের দুঃখ মোচন করেন। এখন যে গান আমরা উপভোগ করব তার নাম 'তোমার সঙ্গেই প্রবীণ হব'। এটা মর্মস্পর্শী একটি গান; ব্যর্থ প্রেমের গান।

'তোমার সঙ্গে প্রবীণ হবার স্বপ্ন আমার কখনোই পূরণ হবে না; কারণ, তুমি আমাকে ভালোবাসো না।' গায়কের কণ্ঠে ঝড়ে পড়েছে এই দুঃখবোধ। শুনুন তাহলে গানটি।

পিন কুয়ানের অনুরাগীদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি। কারণ, তার গানে তিনি একজন প্রেমময় পুরুষ। 'incurable' এমন একটি গান যেখানে তিনি একজন প্রেমিক। গানের কথা এমন: 'তোমার হাসি আমার কাছে বিষের মতো/ তোমাকে দেখার পর কোনো প্রতিষেধকই আর কার্যকর নয়। তোমাকে ভালবাসা একটি দুরারোগ্য ব্যাধি, কিন্তু আমি তা এড়িয়ে যেতে চাই না'। শুনুন তাহলে গানটি।

আজকের আসরের শেষ গান হিসেবে আমি শোনাতে চাই 'উ ইন লিয়াং ভিন' গ্রুপের একটি গান। গ্রুপটি এখন আর নেই, কিন্তু গ্রুপের গানগুলো রয়ে গেছে। অধিকাংশ গানই আমার খুব প্রিয়। চলুন তেমনি একটি গান শুনি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040