Web bengali.cri.cn   
চীনের নতুন ঐতিহ্যবাহী সঙ্গীত
  2015-03-24 20:35:34  cri

সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'সুরের ধারা' অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে আপনাদেরকে চীনের ঐতিহ্যবাহী সঙ্গীত শিল্পী তুং কুয়াং পিয়াও-এর রচিত কয়েকটি সুর শোনাবো। এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

চীনের কয়েকজন সঙ্গীত শিল্পী ঐতিহ্যবাহী চীনা সঙ্গীতের ভিত্তিতে নতুন ধরনের কিছু সুর রচনা করার চেষ্টা করছেন। তেং কুয়াং পিয়াও এর মধ্যে একজন। পশ্চিমা দেশের নিউ সেচুরি সঙ্গীত থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি অনেক সুন্দর সুন্দর সুর বানিয়েছেন। সি

প্রথমে শুনুন '宝瓶座的记忆' সুরটি।

শুনুন '一代人'।

শুনুন '圣洁之光' সুরটি।

শুনুন '复苏' সুরটি।

শুনুন '旅程' সুরটি।

শুনুন '曙光' সুরটি।

শুনুন '活在爱中' সুরটি।

শুনুন '远去的城市' সুরটি।

সুপ্রিয় শ্রোতা, আজকের সুরের ধারা অনুষ্ঠান পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040