0325edu
|
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা' । আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুবর্ণা ও আমি এনামুল হক টুটুল।
বন্ধুরা, আপনারা হয়তো অবগত যে, আমাদের এ অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হলো চীনের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করছেন এবং কিভাবে আরো বেশি ছাত্রছাত্রী এদেশে পড়তে আসার সুযোগ পেতে পারেন তা বিস্তারিত জানানো। যাতে খুব সহজেই বাংলাদেশি ছাত্রছাত্রীরা চীনে পড়াশোনা করতে পারেন।
বন্ধুরা, গত অনুষ্ঠানে আপনারা ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের দু'জন বাংলাদেশি শিক্ষার্থীর সাক্ষাতকার শুনেছেন। আজকের অনুষ্ঠানেও আমরা নানান বিষয় নিয়ে কথা বলেছি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী রাশেদুল ইসলাম পলাশ ও অজয় কুমার রায়ের সঙ্গে। তারা তাদের শিক্ষা জীবন ও চীনের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন । এখন শুনুন তাদের সাক্ষাতকার। (সুবর্ণা/টুটুল)