Web bengali.cri.cn   
চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি লিলি
  2015-03-18 18:23:42  cri

২০১৩ সালে লি লি দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন। প্রথম বছরের অধিবেশনে তিনি শুধু একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। লি লি বলেন, সত্যি কথা বলতে কি, প্রথম বছর আমি বুঝতেই পারিনি যে জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমার কী করা উচিত। তাই ওই অধিবেশনের কার্যক্রম তিনি মূলত পর্যবেক্ষণ করেছেন। তবে পরের দুই বারের সম্মেলনে তিনি অনেক প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, একজন প্রতিবন্ধী প্রতিনিধি হিসেবে তিনি অনেক বলতে চান এবং অনেক কাজ করতে চান।

লি লি বলেন, একজন প্রতিবন্ধী হিসেবে তিনি জানেন, লেখাপড়া চালিয়ে যাওয়া ও কর্মসংস্থান করা অনেক কষ্টের কাজ। অন্য প্রতিবন্ধীদের অবস্থা তাকে পীড়াও দেয়। তিনি আমাকে বললেন তার পরিচিত একটি পরিবারের গল্প। ওই পরিবারে একজন সেরিব্রাল পালসি শিশু আছে। শিশুটির চিকিত্সার জন্য বাবা-মা সবকিছু ব্যয় করেছেন। তাদের মনে একটাই ভাবনা, তাদের মৃত্যুর পর এ শিশুটির কী হবে? তাদের মনের বেদনা অন্যদের পক্ষে অনুমান করা অসম্ভব। লি লি বলেন, তিনি তাদের দুঃখ বুঝতে পারেন। তিনি ভাবেন, এ ধরনের পরিবারে কণ্ঠ হিসেবে তাকে কাজ করতে হবে। এ ভাবনা থেকেই তিনি গুরুতর রোগে আক্রান্ত প্রতিবন্ধীদের জন্য মৌলিক ভাতা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।

আরেকটি ঘটনা। একবার লি লি একটি ড্রাইভিং স্কুলে যান। ওখানে তিনি প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করেন। প্রশিক্ষক লি লি'কে জানান, সাধারণ মানুষের চেয়ে প্রতিবন্ধী মানুষ আরও দ্রুত ড্রাইভিং শিখতে পারে। তিনি আরো জানান, প্রতিবন্ধী মানুষ বুদ্ধিমান। তার কথা শুনে লি লি ভাবলেন, সাধারণত কোম্পানিতে প্রতিবন্ধী কর্মীরা শুধু সহজ কায়িক শ্রম দেয়, মানসিক শ্রম দেওয়ার সুযোগ পায় না। তাই গণ কংগ্রেসে দেওয়া প্রস্তাবে লি লি প্রতিবন্ধীদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযেোগ দেওয়ার দাবি তোলেন।

লি লির সব প্রস্তাব প্রতিবন্ধি মানুষের জীবন সম্পর্কিত। নিজের জীবনে যা দেখেন ও শুনেন তা-র ভিত্তিতেই তার প্রস্তাবগুলো গড়ে ওঠে। লি লি বলেন, তিনি তৃণমূল পর্যায়ের একজন প্রতিনিধি এবং কংগ্রেসের অধিবেশনে সাধারণ মানুষের কন্ঠ হিসেবে কাজ করা তার পবিত্র দায়িত্ব।

চীনে প্রতিবন্ধি মানুষের সংখ্যা প্রায় সাড়ে আট কোটি এবং লি লি জানান তিনি এ মানুষগুলোর মুখপাত্র। তিনি আশা করেন, ভবিষ্যতে দুটি অধিবেশনে আরও বেশি প্রতিবন্ধী প্রতিনিধি দেখা যাবে। তিনি বলেন, প্রতিবন্ধী প্রতিনিধির সংখ্যা বেশি হলে তাদের কথা আরো ভালোভাবে উচ্চারিত হবে এবং সমাজ তাদের দুঃখ-কষ্টের ব্যাপারে আরো সচেতন হবে।

গত ৫ ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রীয় পরিষদ 'প্রতিবন্ধী মানুষের স্বচ্ছল জীবন নিশ্চিত করা' শীর্ষক একটি দলিল প্রকাশ করে। লি লি বলেন, এ দলিল দেখে তিনি খুব আনন্দিত। প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে দেখে তিনি সন্তোষও প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের দুর্বল গ্রুপ, কিন্তু সাধারণ মানুষের মতো তাদেরও সুন্দর জীবনের প্রত্যাশা রয়েছে। তিনি আশা করেন, প্রতিবন্ধী মানুষ সাধারণ মানুষের মতো বাইরে যেতে পারবে এবং সুন্দর এ বিশ্ব দেখতে পারবে এবং সবাই একসাথে স্বচ্ছল সমাজে জীবনযাপন করতে পারবে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040