0318edu
|
বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, আমাদের এ অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হলো চীনের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করছেন এবং কিভাবে আরো বেশি ছাত্রছাত্রী এদেশে পড়তে আসার সুযোগ পেতে পারেন তা বিস্তারিত জানানো। যাতে খুব সহজেই বাংলাদেশি ছাত্রছাত্রীরা চীনে পড়াশোনা করতে পারেন।
আর তারই ধারাবাহিকতায় আমরা নানান বিষয় নিয়ে কথা বলেছি চীনের বিখ্যাত ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি শিক্ষার্থী তাজরিন আহমেদ ও কাজী আবীর আদনান নাভালের সঙ্গে। তারা তাদের পড়ালেখার বিষয়, ক্যাম্পাসের জীবনযাপন ও বাংলাদেশ-চীন শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এখন শুনুন তাদের সাক্ষাতকার।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn এবং caoyanhua@cri.com.cn। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে। (সুবর্ণা/টুটুল)