Tuesday Apr 8th   2025 
Web bengali.cri.cn   
চলতি বছর চীন ও জাপান সম্পর্কের জন্য একটি পরীক্ষা ও সূচক: চীনের প্রধানমন্ত্রী
  2015-03-15 17:38:07  cri
মার্চ ১৫: চলতি বছর চীনা জনগণের জাপানের বিরুদ্ধে জয় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়ের ৭০তম বার্ষিকী। এ বিশেষ মুহূর্তটি দু'দেশের সম্পর্কের জন্য একটি পরীক্ষা ও সূচক। আজ (রোববার) পেইচিংয়ের মহা গণভবনে এসব কথা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন শেষে সংবাদ সম্মেলনের দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শুধু চীন নয়, বিশ্বব্যাপী অনেক দেশ এ বছর নানা ধরণের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এসব অনুষ্ঠানের লক্ষ্য হলো এ দুখের ইতিহাসকে স্মরণ করা এবং ভবিষ্যতে এ ধরেনের ঘটনার পুনরাবৃত্তি না করা। ২য় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনের প্রতি অটল থাকা উচিত। এতে শান্তি বজায় থাকবে বলে মন্তব্য করেন লি।

তিনি বলেন, বর্তমানে চীন ও জাপানের সম্পর্ক সত্যিই অনেক কঠিন। এর কারণ হলো অতীতের যুদ্ধ ও ইতিহাসকে সঠিকভাবে না দেখা। জাপানের বর্তমান নেতাদের উচিত সাবেক নেতাদের অপরাধের দায় স্বীকার করা। ওই যুদ্ধে শুধু চীনা জনগণই নয় জাপানের মানুষও ভুক্তভোগী। (আকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040