

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেছেন চাং দ্য চিয়াং। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ ঊর্ধ্বতন নেতারা এতে অংশ নেন।
এবারের দু'টি অধিবেশনে প্রায় তিন হাজারও বেশি প্রতিনিধি সাংবিধানিকভাবে সরকারের বিভিন্ন পর্যায়ের রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন দিয়েছেন। গত বছর চীনের বিভিন্ন ক্ষেত্রে অর্জন ও অভিজ্ঞতা পর্যালোচনা করে চলতি বছরের কাজের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্মেলন শেষে চাং দ্য চিয়াং বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, চীনের গণকংগ্রেস হলো বিভিন্ন পক্ষের প্রতিনিধির সমন্বিত ক্ষেত্র। এটা হলো কমিউনিস্ট পার্টি ও জনগণের মধ্যে একটি গুরুপূর্ণ সেতু। পাশাপাশি এটি রাজনীতিতে জনগণের মত প্রকাশের একটি প্রধান গণতান্ত্রিক মাধ্যম। সমাজতান্ত্রিক গণতন্ত্র উন্নয়নের জন্য গণকংগ্রেস সুষ্ঠুভাবে স্থাপন ও ব্যাবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো জানান, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, জনগণের কথা শুনতে হবে । পাশপাশি, জনগণ সরকারকে পর্যবেক্ষণ করবে ও সরকার জনগণকে সেবা দেবে। (আকাশ)




